তৃণমূলের রাজ্য সম্পাদক ঋতব্রত এবং ছত্রধর

কোনওদিনই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন না৷ বরং বিরোধিতাই করেছেন৷ এই প্রথম আনুষ্ঠানিকভাবে তৃণমূলে এলেন এবং হলেন সরাসরি দলের রাজ্য সম্পাদক৷

প্রথম জন নানা কারনে সিপিএম থেকে বহিষ্কৃত প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়জন জঙ্গলমহলের মাওবাদী সমর্থিত PCAPA বা পুলিশ সন্ত্রাসবিরোধী জনসাধারণের কমিটির আহ্বায়ক ছত্রধর মাহাতো৷

বৃহস্পতিবার তৃণমূলের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে৷ রাজ্য সভাপতি পদে ফের সুব্রত বকসি’ই থাকছেন৷ সহ সভাপতি ১৭ জন, মহাসচিব যথারীতি পার্থ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক ৮ জন এবং সম্পাদক ১১ জন আছেন এবং এই ১১ জনের মধ্যে আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ছত্রধর মাহাতো৷ ঋতব্রত সুবক্তা এবং সাংসদ হিসাবে ৫ বছর সংসদে সরব ছিলেন ৷ ছত্রধর যে সুসংগঠক, তার প্রমান জঙ্গলমহল পেয়েছে৷ আশা করা যায় এবার তৃণমূলও লাভবান হবে!

Previous articleপ্রয়াত পরিচালক রানা সেন, টলিউডে শোকের ছায়া
Next articleবাংলায় করোনা আক্রান্তের গণ্ডি পেরোলো ৫০ হাজার