কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বা সিপিএমের পলিটব্যুরোর ধাঁচে তৃণমূলের স্টিয়ারিং কমিটি

তৃণমূলে নয়া বিপ্লব। একুশের ভোটের আগে ঢেলে সাজানো হলো সংগঠনকে। আর সেই ঢেলে সাজানোর মাঝেই নতুনভাবে উঠে এলো স্টিয়ারিং কমিটি। যে কমিটি নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের এমন এক কমিটি, যারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। আগামিদিনে সব বিতর্ক, সঙ্ঘাত, অভিযোগের নিরসন করবে, নেত্রীর ভার লাঘব করবে। সেই সঙ্গে তৈরি হয়েছে ২১জনের রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, যারা জেলায় জেলায় সমন্বয় সাধন করবেন।

যে গুরুত্ব দিয়ে এই কমিটি করা হয়েছে তাতে যেন অনেকটা কংগ্রেস ওয়ার্কিং কমিটির ছায়া কিংবা সিপিএমের পলিটব্যুরোর। নবীন আর অভিজ্ঞদের মিলিয়ে এই কমিটি নিশ্চিতভাবে আগামিদিনে সুপ্রিমোর নেতৃত্বাধীন তৃণমূলের প্রকৃত পরিচালন কমিটি। কারা এলেন কমিটিতে? ৭জনের কমিটিতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি (আহ্বায়ক), অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী ও শান্তা ছেত্রী। উত্তরবঙ্গের প্রতিনিধি একমাত্র গৌতম দেব। বাকি সকলেই দক্ষিণবঙ্গের।

Previous articleদিলীপের বাড়ির বৈঠকে নেই মুকুল
Next articleঅভিষেক’ই সভাপতি থাকছেন, তৃণমূল যুব’র নতুন রাজ্য ও জেলা কমিটি ঘোষণা