এনআরএসে ৩ দিনে আক্রান্ত ১৪২ জন, ব্যাহত চিকিৎসা পরিষেবা

এনআরএসে চিকিৎসক, নার্স সহ ৩ দিনে আক্রান্ত ১৪২ জন। এই বিপুল সংখ্যার বেড কোন কোভিড হাসপাতালে পাওয়া যাবে, তা নিয়েও রীতিমতো উদ্বিগ্ন এনআরএস কর্তৃপক্ষ।
আক্রান্তদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ওই হাসপাতালে ভর্তি রোগীও ৷ সবার করেনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রেজানা গেছে, রবিবার করোনা সংক্রামিত হয়েছেন মোট ৬৬ জন। যার মধ্যে রয়েছেন ৬২ জন রোগী, একজন চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান এবং একজন প্রশাসনিক কর্মকর্তা। এরপর সোমবার রোগী এবং অন্যান্য আক্রান্তের সংখ্যা ৩৪ জন। এরপর মঙ্গলবার ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জন। তিন দিনে মোট আক্রান্ত ১৪২ জন৷
এই আক্রান্ত হওয়ার আবহে এনআরএস-এর মতো গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসা পরিষেবা ভীষণভাবে ব্যাহত।

Previous articleসুব্রত মুখোপাধ্যায়কে সরিয়ে দক্ষিণ কলকাতা তৃণমূলের চেয়ারম্যান হলেন মণীশ গুপ্ত
Next articleআমেরিকা-চিন সংঘাত চরমে, এবার মার্কিন দূতাবাস বন্ধ করল চিন