দেশজুড়ে করোনার রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স অব্যাহত। রোজই মহামারিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে বিদ্যুৎ গতিতে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৪৯ হাজার ৩১০ জন। এর ফলে ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫ জন।

এই ২৪ ঘন্টার মধ্যে সময়ে দেশে মৃত্যু হয়েছে আরও ৭৪০ জন করোনা রোগীর। ফলে এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৩০ হাজার ৬০১ জন রোগীর।

আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন আছেন ৪ লক্ষ ৪০ হাজার ১৩৫ জন সক্রিয় রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ৮ লক্ষ ১৭ হাজার ২০৯ জন করোনাজয়ী। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তফরে এমনই তথ্য জানানো হয়েছে ।
