বিপর্যস্ত নেপাল: বন্যা ও ভুমিধসে মৃত ১৩২, ক্ষতিগ্রস্ত ৯৯৮ পরিবার

বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল।  ভয়াবহ বৃষ্টিতে ভয়ঙ্কর অবস্থা হিমালয়ের কোলের এই দেশের।  অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে বলেই জানাচ্ছে নেপাল ডিশাসটার রিস্ক রিডাকশন এন্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ।

বন্যা ও ভূমিধসের কারণে এখনও পর্যন্ত ১৩২ জন মানুষ প্রাণ হারিয়েছেন এমনটাই জানা গিয়েছে । আহত হয়েছেন প্রায় ১২৮ জন। ব নিখোঁজ ৫৩ জন। অতিভারী বৃষ্টিপাতে ভুমিধস এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৯৮ পরিবার, এমনটাই তথ্য দিয়েছে নেপাল বিপর্যয় ঝুঁকি মোকাবিলা কর্তৃপক্ষ।

পাশাপাশি হিমালয়ের ভূমিকম্পের জেরে সমস্যার মধ্যে পড়তে পারে নেপাল। এমনটা আশঙ্কা করছেন গবেষকেরা।

আলবেরতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গবেষকেরা নেপালের বেশ কিছু ভুল খুঁজে পেয়েছেন। যার ফলে মনে করছেন এই সকল কারণের জন্য আগামীতে ভূমিকম্পের মুখে পড়তে পারে নেপাল। যার জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে সেখানকার সম্পদ।

Previous articleএবার ভারতে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৫০ হাজার! মৃত্যু বেড়ে ৩০ হাজার
Next articleআলুর অস্বাভাবিক দামবৃদ্ধি ইস্যুতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক