Monday, December 8, 2025

মৃত্যুর ৪০ বছর পরেও বাঙালির স্বপ্নের নায়ক উত্তমকুমার

Date:

Share post:

 

চন্দন বন্দ্যোপাধ্যায়

বাংলা চলচ্চিত্রে রোম্যান্টিসিজমকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন উত্তমকুমার। কিন্তু সত্যিই কি উত্তমকুমার মানে শুধুই একজন রোম্যান্টিক নায়ক? মহানায়কের ৪১তম প্রয়াণ দিবসেও সেই আলোচনার কেন্দ্রে বাঙালির হার্টথ্রব মহানায়ক ।কেরিয়ারের একটা সময়ে পৌঁছে উত্তমকুমারও উপলব্ধি করেছিলেন, নিজেকে শুধু রোম্যান্টিক নায়ক হিসেবে তুলে ধরলে তাঁর নিজের অভিনয় প্রতিভার উপরই অবিচার করা হবে। তাই একের পর এক নানাবিধ চরিত্রে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। সেইজন্যই মৃত্যুর প্রায় ৪০ বছর পরেও তিনি বাঙালির এক ও একমাত্র মহানায়ক।
আমাদের সময়ে উত্তমকুমার মধ্যগগনে। ভুবনমোহিনী হাসি, চুলে ইউকে ছাঁট, ঘাড় বেঁকিয়ে তাকানো, ধুতি-শার্টের এক বাঙালি নায়ক তখন মুকুটহীন সম্রাট। ঘরের মেয়ে-বউদের যেন প্রাণের পুরুষ।
১৯২৬-এর ৩ সেপ্টেম্বর জন্ম। চলে গেছেন ১৯৮০ সালের আজকের দিনে। ৫৪ বছরের জীবদ্দশায় একজন অভিনেতা কোন পর্যায়ে অভিনয় করলে চলে যাওয়ার ৪০ বছর পরেও সবাই তাঁকে স্মরণ করে? সেটা একমাত্র দেখিয়ে গেছেন মহানায়ক উত্তমকুমার।
মন হরণ করেছিলেন অগণিত নারীর। তাঁর পুরুষভক্তও অগণিত। তাঁর অভিনয়ে থিয়েটারের গন্ধ ছিল না। সাদা-কালো যুগ থেকে শুরু করে রঙিন, অভিনয়ের সময় ক্যামেরা নামক যন্ত্রটিকে তিনি মোটেও পাত্তা দেননি। উত্তমকুমার তাঁর অভিনয়, নায়কোচিত সৌষ্ঠব ও তারকাদ্যুতিতে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শ্রেষ্ঠ আসনটি দখল করে আছেন।
সুচিত্রা সেনের সঙ্গে উত্তমের জুটি বাংলা ছবির ইতিহাসে সবচেয়ে রোমান্টিক জুটি। উত্তমকুমার বলতেই আজও অনেকের মনে ভেসে ওঠে উত্তম-সুচিত্রা জুটির কথা। তাই বলে শুধু যে সুচিত্রায় সীমিত ছিলেন উত্তম, সেটাও বলা যাবে না। সুপ্রিয়া চৌধুরী, সাবিত্রী চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, মাধবী মুখোপাধ্যায়সহ বিভিন্ন জনপ্রিয় নায়িকার বিপরীতে অসংখ্য সফল চলচ্চিত্র উপহার দিয়েছিলেন তিনি। ছবিতে রোমান্টিক; বাস্তবেও। কত গল্প উত্তমকুমারকে নিয়ে। তবে শুধু রোমান্টিক নায়ক নয়, অনেক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন উত্তম, যা তাঁকে অভিনেতা হিসেবে সার্থক প্রমাণিত করেছে।
সফলতম অভিনেতা হিসেবে উত্তরণের কালে বাংলা গ্রুপ থিয়েটারের যে অদলবদলের যুগ, সেটাকেও উত্তমকুমার নিজের মতো করে পর্যবেক্ষণ করেছিলেন। সিনেমার ব্যস্ততার পাশাপাশি মঞ্চেও অভিনয় করতেন। ‘শ্যামলী’ নাটকে দীর্ঘদিন অভিনয় করেছেন। উত্তমকুমার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে পরিচালিত বিভিন্ন কর্মোদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
উত্তমকুমার অভিনীত ছবির সংখ্যা ২০২! এর মধ্যে ৩৯টি ছবি ব্লকব্লাস্টার হিট, ৫৭টি সুপারহিট ও ৫৭টি ছবি ব্যবসাসফল হয়েছে।
সব মিলিয়ে মৃত্যুর ৪০ বছর আজও বাঙালির স্বপ্নের নায়ক উত্তমকুমার।

spot_img

Related articles

প্রোঅ্যাক্টিভ হোন: কোচবিহারের বৈঠক থেকে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

নির্বাচনের আগে এসআইআর করে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি অশান্ত করার প্রচেষ্টায় নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। এই পরিস্থিতিতে...

বায়োপিক বানানোর নামে ৩০ কোটির প্রতারণা! গ্রেফতার পরিচালক বিক্রম ভাট

সিনেমা তৈরির নামে টাকা নিয়ে চিকিৎসককে প্রতারণার দায়ে এবার গ্রেফতার হলেন পরিচালক বিক্রম ভাট। মূলত আইভিএফ (IVF) প্রক্রিয়ার...

অপরিকল্পিত SIR:কোচবিহারের বৈঠক থেকে কমিশনের পক্ষপাতিত্বকে তোপ মুখ্যমন্ত্রীর

ফের একবার নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর চালু করা নিয়ে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। একদিকে...

‘জয় হিন্দ’-এ আপত্তি, ‘বন্দেমাতরম’-এ বিতর্ক! সংসদে আলোচনায় কটাক্ষ মমতার

বিজেপির নেতারা বলছেন নেতাজি, গান্ধীজিকে পছন্দ করি না। আবার বিজেপির কেন্দ্রের সরকার সংসদে 'বন্দেমাতরম' (Vandemataram) ১৫০ বর্ষপূর্তিতে আলোচনার...