রাজস্থান সংকট: আজ রায় দেবে হাইকোর্ট

রাজস্থানে কংগ্রেস বনাম কংগ্রেসের আইনি যুদ্ধে গুরুত্বপূর্ণ রায় ঘোষণা হবে আজ। শচিন পাইলট সহ ১৯ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়কের পদ খারিজ নিয়ে স্পিকারের নির্দেশের বিরুদ্ধে করা মামলায় রায় দেবে রাজস্থান হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টে এই মামলার রায়ের পর সুপ্রিম কোর্টেও শুনানি রয়েছে সোমবার। ফলে কংগ্রেসের দুই বিবদমান গোষ্ঠীর আইনি লড়াই এখনই থামছে না। এদিকে বৃহস্পতিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, দল ঐক্যবদ্ধ আছে। সরকারের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতাও আছে। কোনও চিন্তা নেই, খুব শিগগিরই বিধানসভার অধিবেশন ডাকা হবে।

 

Previous articleহ্যামার ক্ষেপণাস্ত্রে আরও শক্তিশালী হচ্ছে রাফাল যুদ্ধবিমান
Next articleমৃত্যুর ৪০ বছর পরেও বাঙালির স্বপ্নের নায়ক উত্তমকুমার