Monday, November 17, 2025

অশুভ সময়ে হচ্ছে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন: শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আগামী ৫ আগস্ট রামমন্দিরের ভূমি পূজোর আয়োজন করা হয়েছে। কর্মসূচি চূড়ান্ত৷ জোরকদমে শেষমূহুর্তের প্রস্তুতি চলছে৷

আর ঠিক সেই সময়ে শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী জানালেন, “দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের পদক্ষেপটি একটি অশুভ সময়ে নেওয়া হচ্ছে। রাম মন্দির নির্মাণের কাজটি সঠিক সময়ে শুরু করা উচিত”৷
শঙ্করাচার্য প্রশ্ন তুলেছেন,
“রাম মন্দির নির্মাণের
এটাই কি সঠিক সময়?” তিনি বলেছেন, “এই অশুভ সময় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা মোটেও ঠিক হচ্ছে না।” শঙ্করাচার্য মনে করছেন, এটা অশুভ সময়। তবে তিনি কেন এই সময়কালকে অশুভ বলেছেন তার ব্যাখ্যা দেননি। মনে করা হচ্ছে, ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতির জন্যই তাঁর এমন দাবি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামী স্বরূপানন্দ বলেছেন, “আমরা কোনও পদ বা রাম মন্দিরের ট্রাস্টি হতে চাই না। এটি একটি ‘অশুভ ঘড়ি’ (অশুভ সময়),আমরা শুধু এটাই চাই যে মন্দিরটি সঠিকভাবে তৈরি করা উচিত এবং ভিত্তি প্রস্তর সঠিক সময়ে স্থাপন করা উচিত৷” শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী বলেছেন, ”আমরা রামভক্ত। তাই রাম মন্দির নির্মাণ আমাদের কাছে খুশির খবর। কিন্তু এই মন্দির নির্মাণ নিয়ে কোনও রাজনীতি হওয়া উচিত নয়। তা ছাড়া এই মন্দিরের নির্মাণ হচ্ছে সাধারণ মানুষের টাকায়। তাঁদের মতামতও গুরুত্ব দিয়ে বিচার করা উচিত ছিল। এই সময়টা অশুভ। এখন রাম মন্দির নির্মাণের কাজ শুরু না করলেই ভালো হত। আমরা সবাই চাই রাম মন্দির নির্মাণের কাজ যেন শুভক্ষণে শুরু হয়। এই সময়টা মোটেও রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করার জন্য সঠিক নয়।”
এদিকে, ইতিমধ্যে ভূমি পুজোর আয়োজন শুরু করা হয়েছে। আগামী ৫ আগস্ট এই অনুষ্ঠানে অংশ নিতে অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে এখনও এই কর্মসূচিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়নি৷ ওদিকে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও নাকি আমন্ত্রণ জানানো হবে। প্রথমে হনুমান গদি, তার পর রাম লাল্লা দর্শন করে ভূমি পুজোয় অংশ নেবেন নরেন্দ্র মোদি। এমনিতেই রামমন্দির নির্মাণের সূচনা ও তার আগে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান নিয়ে সোচ্চার বিরোধী শিবির, এবার শঙ্করাচার্য স্বামীর এই মন্তব্যে এই বিরোধিতা আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে৷

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version