মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকার কারণেই আগামী সোমবারের এই বৈঠক। গুরুত্বপূর্ণ এই মিটিংয়ে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন সন্ধে পর্যন্ত নবান্ন সূত্রে যে খবর, তাতে পরিষ্কার হয়েছে মুখ্যমন্ত্রী এই বৈঠকে থাকছেন।

আলোচনার বিষয় কী? পিএমও সূত্রে খবর, মূলত রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো এবং কোভিড চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও কিট বিতরণ অর্থাৎ রাজ্যগুলিকে করোনার এই বাড়বাড়ন্ত সময়ে বেশ কিছু অতিরিক্ত কিট দেবেন মোদি। এছাড়া লকডাউনের বৈজ্ঞানিক বিষয়গুলিকে মাথায় রেখেও আলোচনা গড়াবে।
