Thursday, May 8, 2025

গত বছরের ডিসেম্বরে চিনে শুরু হওয়া মারণ ভাইরাস সংক্রমণের গ্রাসে এখন গোটা বিশ্ব। অধিকাংশ দেশে ছড়িয়ে পড়া এই বিশ্ব মহামারিতে প্রত্যক্ষভাবে আক্রান্ত দেড় কোটি মানুষ। মৃত্যুসংখ্যা ছাড়িয়ে গিয়েছে ছয় লক্ষ। বিশ্ব মহামারিতে বেহাল বিশ্ব অর্থনীতিও। সংক্রমণের ধাক্কা অর্থনীতির যেসব ক্ষেত্রকে সবচেয়ে বেশি বিপর্যস্ত করেছে তার মধ্যে একদম প্রথম সারিতে আছে ভ্রমণ ও উড়ান সংস্থাগুলি। সংক্রমণ ছড়ানোর ভয়ে ও সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদে বিমান পরিষেবা নিতে চাইছেন না বহু মানুষ। একদিকে দেশে দেশে লকডাউন চলাকালীন পরিষেবা বন্ধ থাকায় এবং মহামারি কালে যাত্রীদের অনীহার কারণে বিরাট সংকটের মুখে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি। এই পরিস্থিতিতে ব্যবসায়িক অস্তিত্বের স্বার্থে নিত্য নতুন কৌশল খুঁজছে বিমান সংস্থাগুলি। এবার যেমন যাত্রীদের জন্য বিশেষ কোভিড প্যাকেজ ঘোষণা করল সংযুক্ত আরব আমিরশাহির উড়ান সংস্থা এমিরেটস। যাত্রীদের বিমান সফরে উৎসাহ দিতে এই সংস্থা ঘোষণা করেছে, তাদের উড়ানে চড়ে সফরের পর যাত্রীরা যদি কোভিড আক্রান্ত হন তাহলে ক্ষতিপূরণ বাবদ তাঁদের চিকিৎসার খরচ বহন করা হবে। এমিরেটস জানিয়েছে, সংক্রমিত যাত্রীদের সর্বোচ্চ দেড় লক্ষ ইউরো এবং ১৪ দিন কোয়রান্টিনে থাকলে সেই সময়ের জন্য দিন পিছু ১০০ ইউরো পর্যন্ত দেওয়া হবে। এবছরের ৩০ অক্টোবর পর্যন্ত যাত্রীরা এই বিশেষ কোভিড প্যাকেজ পাবেন বলে জানিয়েছে বিখ্যাত এই বিমান সংস্থা।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version