Saturday, August 23, 2025

আজই মুক্তি পাচ্ছে ‘দিল বেচারা’, আর কয়েক ঘণ্টা পরই শেষবারের মত পর্দায় সুশান্ত সিং রাজপুত

Date:

আজ শুক্রবার ২৪ জুলাই মুক্তি পাচ্ছে সুশান্ত সিং রাজপুত এর শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’। সন্ধে সাড়ে সাতটায় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে ছবিটি। এই ছবির হাত ধরেই বলিউডে নায়িকা হিসেবে পা রাখতে চলেছেন নবাগতা সঞ্জনা সাংঘি । তারই সঙ্গে পরিচালক হিসেবে হাতেখড়ি হচ্ছে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার । তাঁর অন্যান্য ছবির মতো এবারও নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন সুশান্ত। অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন কবে মুক্তি পাবে দিল বেচারা। কিন্তু শেষ পর্যন্ত আর নিজের চোখে দেখে যেতে পারলেন না ছবির মুক্তি। এই দিনটিতে তাঁর অভাববোধ করছেন বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীই। নিজেকে ধরে রাখতে পারেননি প্রবীণ অভিনেতা অনুপম খের। আবেগঘন একটি পোস্ট করেন তিনি।

শুক্রবার সকালে সুশান্তের উদ্দেশে তিনি একটি ট্যুইট করেন। লেখেন, ” প্রিয় সুশান্ত সিং রাজপুত! আজ তোমার ছবি দিল বেচারা মুক্তি পাবে। তুমি আমাদের সঙ্গে এই দুনিয়ায় আর নেই। এর দুঃখ সারা জীবন থাকবে আমাদের। কিন্তু তোমার এই ছবি আমরা সবাই মনের চোখ দিয়ে দেখব। আর সব চোখ দিয়ে ঝরে পড়বে জল। আমরা তোমাকে খুব মিস করি। ভালোবাসা নিও…”

 

উল্লেখ্য,এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল মে মাসের ৮ তারিখ ৷ তবে লকডাউনের কারণে ছবির মুক্তি বড়পর্দায় না হয়ে ২৪ জুলাই হটস্টার-ডিজনিতেই মুক্তি পেতে চলেছে ৷

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version