Monday, November 17, 2025

স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু ১ সেপ্টেম্বর থেকে,বিজ্ঞপ্তি জারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Date:

বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী মাসে ।
গত ১৬ জুলাই উচ্চশিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তাতে জানানো হয়েছে, আগামী ১০ অগাস্ট থেকে রাজ্যের সব কলেজে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও ওই বিজ্ঞপ্তি আছে।


নির্দেশে বলা হয়েছে ভর্তির প্রক্রিয়া চলবে পুরোপুরি অনলাইনে। ভর্তির ফর্ম পূরণ থেকে শুরু করে ভর্তির ফি ব্যাঙ্কে জমা দেওয়া— কোনও কাজের জন্যই ছাত্রছাত্রীরা কলেজে যাবেন না। তাঁরা কলেজে যাবেন একেবারে ক্লাস করতে।
উচ্চশিক্ষা দফতরের নির্দেশে বলা হয়েছিল মেধার ভিত্তিতে ভর্তি নিতে হবে।
আজ শুক্রবার উচ্চশিক্ষা দফতরের তরফের নির্দেশ অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয় একটি নির্দেশিকা জারি করেছে ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নথিভুক্ত কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ১০ ই আগস্ট থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে। ২৮ শে আগস্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে অনলাইনে এবং ভর্তির প্রক্রিয়া শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে । ভর্তির হওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে । কাউন্সেলিং, নথিপত্র পরীক্ষার জন্য কোনও পড়ুয়াকে কলেজে ডাকা হবে না। ভর্তি হওয়ার সময় যে টাকা জমা দিতে হবে, তা অনলাইনে জমা করতে হবে । কেউ সশরীরে গিয়ে সেই টাকা কলেজে জমা দিতে পারবে না। অনলাইনে আপলোড করা নথিপত্র কলেজ শুরুর পরে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনে পরীক্ষা করে দেখবেন। কোনও নথিতে ভুল থাকলে অথবা কোনও নথির সঙ্গে আবেদন পত্রে উল্লেখিত তথ্যের মিল না পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য হবে ।এমনকি অনলাইনে পোস্ট গ্রাজুয়েট স্তরে কোনও পড়ুয়া আবেদন করতে পারবেননা। এরই পাশাপাশি টিচার্স ট্রেনিং এর জন্য যে সমস্ত কোর্স আছে যেমন- বিএড’ বিপিএড, এমএড, এমপিএড ।এই কোর্সগুলিতে অনলাইনে আবেদনের জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version