Saturday, August 23, 2025

“ইন্ডাস্ট্রিতে একটি গ্যাং আমাকে কোণঠাসা করেছে”: বিস্ফোরক এ আর রহমান

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে একের পর এক উঠে এসেছে স্বজনপোষণের কথা। নেপোটিজম বিতর্কে নাম জড়িয়েছে অনেক অভিনেতা থেকে পরিচালকের। সঙ্গীতশিল্পীরাও অভিযোগ জানিয়েছেন। এবার মুখ খুললেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান । তাঁকে এখন আর সেভাবে বলিউডের ছবির জন্য গান কম্পোজ করতে দেখা যায় না ৷ তামিল ছবিতেই বেশি কাজ করছেন তিনি ৷

এ আর রহমান  কোনও ছবির মিউজিক ডিরেক্টর শুনলেই সেই ছবি দেখার আগ্রহ যেন দর্শকদের মনে দ্বিগুণ বেড়ে যায়।
সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেয়েছে শুক্রবার ৷ সন্ধে সাড়ে ৭টায় সিনেমা রিলিজের অনেক আগের থেকেই সবাই অধীর আগ্রহে সিনেমাটির জন্য অপেক্ষা করেছে ৷ আর রিলিজ হতেই সবাই দেখার জন্য ঝাঁপিয়ে পড়েছেন ৷ ওটিটি প্ল্যাটফর্মে এভাবে কোনও ছবি দেখার জন্য গোটা দেশজুড়ে তুমুল আগ্রহ আগে দেখা যায়নি ৷ ‘দিল বেচারা’-র অন্যতম আকর্ষণ অবশ্যই ছবির গানগুলি ৷ টাইটেল ট্র্যাক তো ছিলই।

একটি সাক্ষাৎকারে এ আর রহমানকে প্রশ্ন করা হয়, কেন তিনি আর  সেভাবে বলিউডের জন্য মিউজিক কম্পোজ করেন না তিনি? তার নামে নাকি অনেক গুজব ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে ৷ উত্তরে রহমান জানান, ‘‘ আমি কখনই ভাল ছবিতে কাজ করার অফারকে না বলি না ৷ কিন্তু আমার মনে হয় কোনও গ্যাং (দল) রয়েছে  ৷ যারা অনেক ভুল বোঝাবুঝি তৈরি করছে ৷ তারাই মিথ্যে গুজব ছড়াচ্ছে ৷ ’’
‘দিল সে’, ‘রোজা’, ‘গুরু’, ‘দিল্লি-৬’, ‘তামাশা’, ‘রকস্টার’, ‘সাথিয়া’- এর মত একাধিক হিন্দি ছবিতে দুর্দান্ত সব গান এর আগে উপহার দিয়েছেন রহমান ৷ ‘দিল বেচারা’ ছবি নিয়েও একটি তথ্য সবার সঙ্গে শেয়ার করেছেন রহমান ৷ তিনি বলেন, ‘‘ ছবির পরিচালক মুকেশ ছাবড়া যখন আমার কাছে আসেন ৷ তখন দু’দিনের মধ্যেই চারটি গান কম্পোজ করে ওকে দিই ৷ মুকেশ তখন আমাকে জানান, স্যর আপনার সম্পর্কে তো অনেকেই অনেক কিছু এতদিন বলেছিলেন ৷ অনেকেই পরামর্শ দিয়েছিলেন আপনার কাছে না যেতে ৷ একাধিক গল্প শুনিয়েছেন তাঁরা আমাকে ৷ ’’ এরপর রহমান বলেন, ‘‘ মুকেশের কথা শুনেই বুঝতে পারি, কেন আমার কাছে আর বলিউডের বেশি কাজ আসে না ৷ কোনও এক গোষ্ঠী কাজ করছে ৷ যাদের জন্য হয়তো আমি কাজ বেশি পাচ্ছি না বলিউডে ৷”

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...