Friday, December 5, 2025

“ইন্ডাস্ট্রিতে একটি গ্যাং আমাকে কোণঠাসা করেছে”: বিস্ফোরক এ আর রহমান

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে একের পর এক উঠে এসেছে স্বজনপোষণের কথা। নেপোটিজম বিতর্কে নাম জড়িয়েছে অনেক অভিনেতা থেকে পরিচালকের। সঙ্গীতশিল্পীরাও অভিযোগ জানিয়েছেন। এবার মুখ খুললেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান । তাঁকে এখন আর সেভাবে বলিউডের ছবির জন্য গান কম্পোজ করতে দেখা যায় না ৷ তামিল ছবিতেই বেশি কাজ করছেন তিনি ৷

এ আর রহমান  কোনও ছবির মিউজিক ডিরেক্টর শুনলেই সেই ছবি দেখার আগ্রহ যেন দর্শকদের মনে দ্বিগুণ বেড়ে যায়।
সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেয়েছে শুক্রবার ৷ সন্ধে সাড়ে ৭টায় সিনেমা রিলিজের অনেক আগের থেকেই সবাই অধীর আগ্রহে সিনেমাটির জন্য অপেক্ষা করেছে ৷ আর রিলিজ হতেই সবাই দেখার জন্য ঝাঁপিয়ে পড়েছেন ৷ ওটিটি প্ল্যাটফর্মে এভাবে কোনও ছবি দেখার জন্য গোটা দেশজুড়ে তুমুল আগ্রহ আগে দেখা যায়নি ৷ ‘দিল বেচারা’-র অন্যতম আকর্ষণ অবশ্যই ছবির গানগুলি ৷ টাইটেল ট্র্যাক তো ছিলই।

একটি সাক্ষাৎকারে এ আর রহমানকে প্রশ্ন করা হয়, কেন তিনি আর  সেভাবে বলিউডের জন্য মিউজিক কম্পোজ করেন না তিনি? তার নামে নাকি অনেক গুজব ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে ৷ উত্তরে রহমান জানান, ‘‘ আমি কখনই ভাল ছবিতে কাজ করার অফারকে না বলি না ৷ কিন্তু আমার মনে হয় কোনও গ্যাং (দল) রয়েছে  ৷ যারা অনেক ভুল বোঝাবুঝি তৈরি করছে ৷ তারাই মিথ্যে গুজব ছড়াচ্ছে ৷ ’’
‘দিল সে’, ‘রোজা’, ‘গুরু’, ‘দিল্লি-৬’, ‘তামাশা’, ‘রকস্টার’, ‘সাথিয়া’- এর মত একাধিক হিন্দি ছবিতে দুর্দান্ত সব গান এর আগে উপহার দিয়েছেন রহমান ৷ ‘দিল বেচারা’ ছবি নিয়েও একটি তথ্য সবার সঙ্গে শেয়ার করেছেন রহমান ৷ তিনি বলেন, ‘‘ ছবির পরিচালক মুকেশ ছাবড়া যখন আমার কাছে আসেন ৷ তখন দু’দিনের মধ্যেই চারটি গান কম্পোজ করে ওকে দিই ৷ মুকেশ তখন আমাকে জানান, স্যর আপনার সম্পর্কে তো অনেকেই অনেক কিছু এতদিন বলেছিলেন ৷ অনেকেই পরামর্শ দিয়েছিলেন আপনার কাছে না যেতে ৷ একাধিক গল্প শুনিয়েছেন তাঁরা আমাকে ৷ ’’ এরপর রহমান বলেন, ‘‘ মুকেশের কথা শুনেই বুঝতে পারি, কেন আমার কাছে আর বলিউডের বেশি কাজ আসে না ৷ কোনও এক গোষ্ঠী কাজ করছে ৷ যাদের জন্য হয়তো আমি কাজ বেশি পাচ্ছি না বলিউডে ৷”

spot_img

Related articles

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...