আন্তর্জাতিক হচ্ছে মোহনবাগান, তার প্রাক্তনী পেটের দায়ে সবজি বিক্রেতা!

১৮ বছর আগে মোহনবাগানের জাতীয় লিগ জয়ী স্কোয়াডে ছিলেন তিনি। বাসুদেব মণ্ডল, ব্যারেটোদের সঙ্গে তাঁর ভূমিকাও ছিল তাৎপর্যপূর্ণ। কলকাতা ময়দানের পরিচিত নাম উদয় কোনার। ভাগ্যের পরিহাসে এখন সেই ফুটবলার ফুটপাতে বসে ফুল, সবজি বিক্রি করছেন।

মোহনবাগান ছাড়াও আরও ১৫টি ক্লাবে খেলেছেন তিনি।মহারাষ্ট্রের হয়ে নিয়মিত সন্তোষ ট্রফিও খেলেছেন। ফুটবল খেলে ফিরিয়েছিলেন সংসারের হাল। একসময় ফুটবল খেলা ছেড়ে মুম্বইয়ের কোলাবায় একটা ছোট্ট জামা-কাপড়ের দোকান দেন তিনি। তাতেই চলছিল সংসার। কিন্তু লকডাউন এর জেরে বন্ধ হয়েছে রোজগার। তাই পেট চালাতে এখন সকালে সবজি এবং বিকেলে ফুল বিক্রি করছেন উদয়।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রাক্তন ফুটবলার জানিয়েছেন, ” “আমার দুই মেয়ে আছে। আমার বড় মেয়ে ক্লাস টুয়েলভে পড়ে। ছোট মেয়ে এইটে। দুজনেই মেধাবী। তাঁদের অনলাইনে ক্লাস করার জন্য একটা ল্যাপটপ কিনে দেওয়ার টাকা আমার নেই।” এই পরিস্থিতিতে মেয়েদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় তিনি। তাঁর আক্ষেপ সতীর্থরা যোগাযোগ রাখেনি। তাঁর কথায়, ” আমার ফোন নম্বর হয়ত ওদের কাছেই নেই।”

Previous article২ লাখ টাকা খরচ করে গোয়া থেকে রাজ্যে, কলকাতায় এসে আটকে গেলেন ২৯ পরিযায়ী শ্রমিক!
Next articleপূর্ব ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্কে দাতাদের স্বতঃস্ফূর্ত সহায়তা