লাগবে না বিশেষজ্ঞ, ফল মিলবে এক ঘণ্টায় ! ভাইরাস টেস্টের মেশিন তৈরি করল খড়গপুর IIT

0
1

খরচ হবে মাত্র ৪০০ টাকা। আর রিপোর্ট পাওয়া যাবে এক ঘণ্টাতেই। ভাইরাস টেস্টের এমনই আধুনিক মেশিন তৈরি করল খড়গপুর আইআইটি। খড়গপুর আইআইটির দাবি, মেশিনটি তৈরি করতে খরচ পড়েছে মাত্র ২০০০ টাকা ।

আইআইটির বিজ্ঞানী ও ছাত্র মিলে তৈরি করেছেন মেশিনটি। যে কোনও পরিবেশে ও খুব অল্প ভোল্টেজে কাজ করবে ওই মেশিন। পাশাপাশি জানানো হয়েছে, টেস্টের জন্য কোনও বিশেষজ্ঞ লাগবে না। রেজাল্ট চলে আসবে সরাসরি মোবাইল অ্যাপে। সেখানেই বলা থাকবে রিপোর্ট পজিটিভ নাকি নেগেটিভ, নাকি ফের একবার টেস্ট করতে হবে। ল্যাবে সিন্থেটিক নমুনা দিয়ে টেস্ট করে দেখা গিয়েছে রিপোর্টে অ্যাকুইরেসি একশো শতাংশ বলে জানানো হয়েছে খড়গপুর আইআইটির তরফে।