Saturday, November 15, 2025

কলকাতা পুরসভার অভূতপূর্ব উদ্যোগ: করোনাকে জয় করার মন্ত্র শোনাবেন করোনা জয়ীরাই

Date:

শহরে কোনও করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলে তাঁদের দেহ এখন খুব দ্রুততার সঙ্গে সৎকার করা। এমনি জানালেন কলকাতা পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। তাঁর দাবি, যে সমস্ত করোনা রোগী মারা যাচ্ছেন তাঁদের মৃত্যুর চার থেকে ছয় ঘণ্টার মধ্যে সৎকার করে ফেলা হচ্ছে। আগে যা অনেকটা সময় লাগতো।

শুধু করোনার রোগী নয়, যাঁরা করোনা সাসপেক্ট হিসেবেও মারা যাচ্ছেন, তাঁদের মরদেহও খুব দ্রুততার সঙ্গে সৎকার করা হচ্ছে বলে জানিয়েছেন অতীন ঘোষ।

পাশাপাশি অতীন ঘোষ জানিয়েছেন, এখন করোনায় কেউ মারা গেলে তাঁর বাড়ির লোক শেষ দেখা দেখতে পারবেন। সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু নিয়মাবলী ও শর্তাবলী আছে। করোনা রোগী মারা গেলে হাসপাতালের একটি বিশেষ জায়গায় মরদেহ বেশ কিছুক্ষণ রাখা হবে। ফলে মৃতের পরিবার এসে হাসপাতালে তাঁকে একবার হলেও শেষ দেখা দেখতে পারবে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে ও হাসপাতালে নিয়মকানুন মেনেই এই কাজ করা হচ্ছে। একইসঙ্গে অতীন ঘোষ জানিয়েছেন, এই মুহূর্তে শহর কলকাতায় বিভিন্ন জায়গায় “ই-সেন্টার” খোলা হয়েছে। যেখান থেকে মৃত ব্যক্তিদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে।

অন্যদিকে, যাঁরা করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন তাঁদের সামাজিক কাজে লাগানো হচ্ছে। যেমন সুস্থ হয়ে ওঠা রোগীদের সাধারণ মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে এবং তাঁরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন কীভাবে করোনাকে মোকাবিলা করা যায়। ভয় না পেয়ে করোনাকে কীভাবে জয় করা যায়।

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...
Exit mobile version