Thursday, August 28, 2025

চোখ খোলার পর হঠাৎই পাল্টে গেল পৃথিবী। শরীরের ক্লান্তি সঙ্গে শব্দহীন গলায় যন্ত্র বসানো। কোমায় জীবনের ২২টা দিন মুছে গিয়েছে স্মৃতি থেকে। চোখ খুলে শুধু জিজ্ঞাসা করলেন “আমি কোথায়?” কোমার আঁধার পেরিয়ে নতুন জন্মের স্বাদ পেলেন বছর ৫২-র নিতাই দাস মুখোপাধ্যায়।

টানা ৩৮ দিন কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে ভাইরাসকে জয় করেছেন ডায়াবিটিসের রোগী। আবার দীর্ঘদিন ধরে ফুসফুসের অসুখেও ভুগছেন তিনি। এতদিন ভেন্টিলেশনে থেকে ভাইরাস মুক্ত হওয়ার গল্প বিরল। মুদিয়ালি বাসিন্দা নিতাই দাস মুখোপাধ্যায়। কোমা কাটিয়ে উঠে হাঁটতে বেশ সমস্যা হচ্ছে। গত ২৯ মার্চ থেকে ৮ মে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে কাটিয়ে ফিরেছেন তিনি। স্ত্রী অপরাজিতা মুখোপাধ্যায় জানান, ” বাড়ি ফেরার পর দেখি ঘাড়ের কাছটা সদ্যোজাত শিশুর মতোই নরম ছিল। একা একা পাশ ফিরতে পারত না। হাসপাতাল থেকে ফেরার কুড়ি দিন পর হঠাৎ নিজেই একদিন উঠে দাঁড়াল। এই মুহূর্তটা কখনও ভুলতে পারব না।

স্বেচ্ছাসেবী সংস্থার কাজে গত আড়াই দশক ধরে শহরের রাস্তায় পরিত্যক্ত অসুস্থদের সেবা করছেন নিতাই দাস মুখোপাধ্যায়। যে কোনও বিপর্যয় মোকাবিলায় এগিয়ে যান তিনি। দেশের সংক্রমণ শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে গৃহবন্দি বয়স্কদের পরিচর্যায় জড়িয়েছিলেন। কিন্তু হঠাৎই পাল্টে গেল সেই ছবি। অপরাজিতা মুখোপাধ্যায়ের কথায়, “এপ্রিলের ১০-১১ তারিখে ফোন আসে হাসপাতাল থেকে। চিকিৎসক শাশ্বতী সিংহ নিজে ফোন করে জানান প্রেসার অস্বাভাবিক নেমে গিয়েছে। যে কোনও মুহূর্তে খারাপ কিছু ঘটতে পারে। শাশুড়িকে কিছু জানাতে পারিনি তখন। এরপর ভোরের দিকে খবর আছে ভালো আছে পেশেন্ট।”

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version