Monday, November 17, 2025

কেন্দ্র দরিদ্র- বিরোধী, ‘শ্রমিক স্পেশাল’ থেকেও আয় ৪২৯ কোটি, অভিযোগ রাহুলের

Date:

কেন্দ্রীয় সরকারকে ‘দরিদ্র-বিরোধী’ বলে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মহামারি পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালিয়ে রেল ৪২৯ কোটি টাকা ঘরে তুলেছে কেন্দ্র৷ এই প্রসঙ্গেই কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন রাহুল। তাঁর অভিযোগ, বিপর্যয়ের সময়েও ফায়দা তুলেছে মোদি সরকার।

শ্রমিক স্পেশাল ট্রেন বাবদ রেল কত টাকা আয় করেছে, শনিবার এ সংক্রান্ত একটি রিপোর্ট টুইটারে তুলে ধরেন রাহুল। তিনি লেখেন, ‘‘রোগের কালো মেঘে আকাশ ছেয়ে গিয়েছে। মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, আর কেউ লাভ ঘরে তুলতেই ব্যস্ত৷ বিপর্যয়কে মুনাফায় বদলে নিয়ে আয় করছে সরকার।’’

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে গত ১ মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালায় কেন্দ্র। সম্প্রতি রেলমন্ত্রক এক তথ্য প্রকাশ করে বলেছে, ৯ জুলাই পর্যন্ত ৪, ৪৯৬টি ট্রেন চালিয়েছে রেল। সব মিলিয়ে প্রায় ৬৩ লক্ষ পরিযায়ী শ্রমিককে পৌঁছে দেওয়া হয়েছে৷ তাতে ভাড়া বাবদ ৪২৯ কোটি ৯০ লক্ষ টাকা আয় হয়েছে। এর মধ্যে গুজরাত থেকেই সবচেয়ে বেশি আয় হয়েছে বলে জানা গিয়েছে। পরিযায়ী শ্রমিকদের ভাড়া বাবদ ১০২ কোটি টাকা রেলকে দিয়েছে গুজরাত। মহারাষ্ট্র দিয়েছে ৮৫ কোটি টাকা এবং তামিলনাড়ু ৩৪ কোটি টাকা দিয়েছে। এই সব নিয়েই কেন্দ্রকে একহাত নিয়েছেন রাহুল।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version