Sunday, August 24, 2025

কেন্দ্র দরিদ্র- বিরোধী, ‘শ্রমিক স্পেশাল’ থেকেও আয় ৪২৯ কোটি, অভিযোগ রাহুলের

Date:

কেন্দ্রীয় সরকারকে ‘দরিদ্র-বিরোধী’ বলে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মহামারি পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালিয়ে রেল ৪২৯ কোটি টাকা ঘরে তুলেছে কেন্দ্র৷ এই প্রসঙ্গেই কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন রাহুল। তাঁর অভিযোগ, বিপর্যয়ের সময়েও ফায়দা তুলেছে মোদি সরকার।

শ্রমিক স্পেশাল ট্রেন বাবদ রেল কত টাকা আয় করেছে, শনিবার এ সংক্রান্ত একটি রিপোর্ট টুইটারে তুলে ধরেন রাহুল। তিনি লেখেন, ‘‘রোগের কালো মেঘে আকাশ ছেয়ে গিয়েছে। মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, আর কেউ লাভ ঘরে তুলতেই ব্যস্ত৷ বিপর্যয়কে মুনাফায় বদলে নিয়ে আয় করছে সরকার।’’

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে গত ১ মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালায় কেন্দ্র। সম্প্রতি রেলমন্ত্রক এক তথ্য প্রকাশ করে বলেছে, ৯ জুলাই পর্যন্ত ৪, ৪৯৬টি ট্রেন চালিয়েছে রেল। সব মিলিয়ে প্রায় ৬৩ লক্ষ পরিযায়ী শ্রমিককে পৌঁছে দেওয়া হয়েছে৷ তাতে ভাড়া বাবদ ৪২৯ কোটি ৯০ লক্ষ টাকা আয় হয়েছে। এর মধ্যে গুজরাত থেকেই সবচেয়ে বেশি আয় হয়েছে বলে জানা গিয়েছে। পরিযায়ী শ্রমিকদের ভাড়া বাবদ ১০২ কোটি টাকা রেলকে দিয়েছে গুজরাত। মহারাষ্ট্র দিয়েছে ৮৫ কোটি টাকা এবং তামিলনাড়ু ৩৪ কোটি টাকা দিয়েছে। এই সব নিয়েই কেন্দ্রকে একহাত নিয়েছেন রাহুল।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version