আগামী ৫ অগাস্ট অযোধ্যয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিততে রামমন্দিরে ভূমি পুজো হতে চলছে। সেই পূজোর জল যাচ্ছে হুগলির ত্রিবেনী ঘাঁট থেকে। রবিবার হুগলি জেলা বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচির আয়জন করা হয়। ভোর ৪টে নাগাদ ত্রিবেনী ঘাটে উপস্তিত হন বিশ্বহিন্দু পরিষদের সম্পাদক বিপ্লব অধিকারী, সুশান্ত মল্লিক সহ অন্যান্য নেতা ও সদস্যরা।

ঘাট থেকে নৌকায় মাঝগঙ্গায় গিয়ে তিনটি নদীর মিলন স্থল থেকে জল সংগ্রহ করে ঘাটে ফিরে পুজো পরে সেই জল নিয়ে রওনা দেন কলকাতার বিশ্বহিন্দু পরিষদের মুখ্য কর্যালয়ে এবং সেখান থেকে এদিনই অযোধ্যার উদ্দেশ্যে জল নিয়ে রওনা দেন রাজ্য ও জেলার কার্যকর্তার।
