Thursday, November 13, 2025

রাজস্থানী উট কলকাতায় এল কী করে!

Date:

Share post:

মাত্র কয়েক ফুট জায়গা। ট্রাকের মধ্যে হাঁটু মুড়ে বসিয়ে রাখা হয়েছিল তাদের। টানা ১২-১৪ দিন ট্রাকের মধ্যে এভাবেই থেকেছে ওরা। যার ফলে কারোর ভেঙে গিয়েছে ঘাড়, কারোর আবার পা জখম হয়েছে। এই ভাবেই রাজস্থান থেকে ট্রাকে চাপিয়ে উট পাচার করা হচ্ছিল। শুক্রবার রাতে ট্রাক-সহ সাতটি উট ধরা পড়ল বারুইপুর থানার পুলিশের হাতে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে ১১টি উট ধরা পড়েছিল। চারটি মারা গিয়েছে। যদিও এর মৃত্যু সম্পর্কে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। উট পাচারের খবর বারুইপুর পুলিশকে জানিয়েছিল পশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন। সেই মতো শুক্রবার নতুন বাজার এলাকায় নাকা-তল্লাশি শুরু করে পুলিশ। উটবোঝাই ট্রাক আটক করে চালক-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। আটক হওয়া ট্রাকটি হরিয়ানার।পুলিশের সন্দেহ শহরতলি সহ কলকাতাতে উট পাচারকারীদের চক্র সক্রিয় হয়েছে।

রাজস্থান থেকে আনা ওই উট কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে পশ্চিমবঙ্গে ঢুকল তাও খতিয়ে দেখা হচ্ছে। বারুইপুর পুলিশের এক কর্তা বলেন, “লকডাউন চলা সত্ত্বেও একের পর এক রাজ্যের সুরক্ষা বলয় পেরিয়ে উট বোঝাই ট্রাক এল তার তদন্ত করা হবে।” এদিকে অসুস্থ উটগুলিকে বারুইপুর থানার অধীনে উত্তরভাগ এলাকার এক আশ্রমের খামারে রাখা হয়েছে।

spot_img

Related articles

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...