ভুয়ো চিকিৎসককে দিয়ে চিকিৎসা করানোয় রোগী মৃত্যুর অভিযোগ। বাগুইআটির বেসরকারি হাসপাতালে উত্তেজনা। 30 জুন বারাসতের বাসিন্দা নিখিলচন্দ্র রায় মস্তিষ্কের চিকিৎসার জন্য ভর্তি হন। 12 তারিখে তাঁর মৃত্যু হয়।

প্রথমে হাসপাতালের পক্ষ তিন লক্ষ টাকা বিলের দাবি জানানো হয়। রোগীর পরিবারের কাছে সেই টাকা নেই জানালে, নার্সিংহোম থেকে কর্তৃপক্ষ বলে আড়াই লক্ষ টাকা দিলেই হবে, পরবর্তী সময় সমস্ত কিছু প্যাকেজ করে দেওয়া হবে। এরপরেই নিখিলচন্দ্র রায়ের মৃত্যু হয়। রোগীর পরিবারের অভিযোগ, পরবর্তী সময়ে তারা জানতে পারে, যিনি চিকিৎসা করেছেন, তিনি একজন ভুয়ো চিকিৎসক। এর আগে তিনি গ্রেফতার হয়েছিলেন। অভিযোগ, এই কথা নার্সিংহোম কর্তৃপক্ষকে জানাতেই তারা রোগীর আত্মীয়কে মেরে মাথা ফাটিয়ে দেয়। এর জেরে ওই চত্বরে উত্তেজনা ছড়ায়। ইকো পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
