Wednesday, May 14, 2025

কেটে গিয়েছে একুশটা বছর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন ঘটেছে অনেক কিছুর । কিন্তু একুশ বছর পরও কার্গিল যুদ্ধে শহিদ লেফট্যান্ট কণাদ ভট্টাচার্যের স্মৃতির এক কণাও ফিকে হয়নি টালা পার্কের বাসিন্দাদের কাছে। পাড়ার প্রাণবন্ত ছেলেটিকে আজও অনুভব করেন এলাকাবাসীরা। প্রতিটা কোণায় কোণায় রয়েছে তাঁর স্মৃতি।
আজ, এই কার্গিল বিজয় দিবসের দিনে কণাদকে শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছেন টালা পার্কের বাসিন্দারা।

তেমনই শহিদ লেফট্যান্ট কণাদ ভট্টাচার্যের স্মৃতি রেখেছেন কল্যাণ চৌধুরী। কার্গিল যুদ্ধে শহিদ লেফট্যান্ট কণাদ ভট্টাচার্যের বাড়িটি কিনে নিজের হাতে যত্ন করে তাঁর স্মৃতি আগলে রেখেছেন সেই ২০১৩ থেকে। কণাদের মৃত্যুর পর এই বাড়ি বিক্রি করে দিল্লিতে মেয়ের কাছে চলে যান তাঁর মা-বাবা। বাড়িটি কেনেন পেশায় ব্যবসায়ী টালা পার্কের কল্যাণ বাবু। লেফট্যান্ট কণাদ ভট্টাচার্য থাকাকালীন বাড়িটি যেমন ছিল ঠিক তেমন করেই রেখেছেন আজও । কণাদ ভট্টাচার্যের শোয়ার ঘরটি আলাদা করে রেখে দেওয়া হয়েছে। দেওয়ালে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি, ক্ষুদিরাম, সূর্য সেনের মতো মনীষীর ছবি। আর তার মাঝখানে রয়েছে শহিদ কণাদ ভট্টাচার্যের ছবি। বাড়ির ঠিক বাইরে তাঁর ব্রোঞ্চের আবক্ষ মূর্তি। কল্যাণবাবু বলেন, “শহিদের স্মৃতি রক্ষার জন্যই এই বাড়ি কিনি। আমি গর্বিত যে এই বাড়িতে থাকতে পেরে।”

১৯৯৯ সালে ২১ মে। অশান্ত কার্গিল। প্রায় দেড়শো কিলোমিটার জুড়ে তোলেলিং পাহাড়ের মতো ৪০০ টি চূড়া দখল করেছিল পাকিস্তান। মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশে ‘অপারেশন বিজয়’ শুরু করে সেনা। দু’মাসের কার্গিল যুদ্ধে ৫৫৯ জন সেনা কর্মী শহিদ হন। আর সেই পাহাড়ের চূড়া দখল নিতে রক্ত দিতে হয় ২৬ জন অফিসার ও জওয়ানকে। তেমনই টাইগার হিল পুনরুদ্ধারের জন্য আট শিখ রেজিমেন্টের অফিসার লেফট্যান্ট কণাদ ভট্টাচার্যও শহিদ হন। প্রায় দু়’মাস পর উদ্ধার হয় তাঁর বরফে ঢাকা দেহ। পরবর্তীকালে মরণোত্তর সম্মান দেওয়া হয় তাঁকে।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version