Saturday, December 13, 2025

শুধু মোদি নন, বিদেশ ভ্রমণের খরচে পিছিয়ে নেই তাঁর সরকারের মন্ত্রীরাও

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ ভ্রমণের কথা গোপন বিষয় কিছু নয়, সবই জানা যায়৷ বিপুল খরচের কথাও বারবার প্রকাশ্যে এসেছে৷

কিন্তু এবার জানা গিয়েছে, বিদেশ ভ্রমণে পিছিয়ে নেই তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। মোদির মন্ত্রীরা কে কখন বিদেশ যাচ্ছেন, তা জানা সম্ভব নয়৷ তাই খবরে আসেনা৷
এবার তথ্য জানার অধিকার আইনে করা এক প্রশ্নের উত্তরে বিস্ফোরক তথ্য সামনে এসেছে৷ কেন্দ্রীয় মন্ত্রীদের বিদেশ ভ্রমণের খরচ বাবদ যে অঙ্ক সামনে এসেছে, তাতে চক্ষু চড়কগাছ হওয়ারই জোগাড়।

‘পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস, ক্যাবিনেট অ্যাফেয়ার্স’ জানিয়েছে, ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ অর্থবর্ষে শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের বিদেশ ভ্রমণেই খরচ হয়েছে ২৯৪ কোটি ৭০ লক্ষ ৩৭ হাজার ৪৮২ টাকা। আর দেশের মধ্যে ঘুরে বেড়াতে মোদির মন্ত্রীরা কোষাগার থেকে খরচ করেছেন ৫৪ কোটি ৫০ লক্ষ ১৮ হাজার ৪৮৮ টাকা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের ১৫ জুন ভুটান সফর দিয়ে শুরু করেছিলেন তাঁর বিদেশ ভ্রমণ। ২০১৯ সালের ১৫ নভেম্বর পর্যন্ত মোট ৫৯ বার বিদেশ গিয়েছেন। একাধিক দেশ তো বটেই, একই দেশেও গিয়েছেন বেশ কয়েকবার। মোদি বা তাঁর মন্ত্রিসভার সদস্যরা যতবার দেশবিদেশ ভ্রমণ করেছেন, তাতে আখেরে দেশের লাভ কী হয়েছে, সেই প্রশ্ন উঠেছে বারবার।

spot_img

Related articles

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...