শুধু মোদি নন, বিদেশ ভ্রমণের খরচে পিছিয়ে নেই তাঁর সরকারের মন্ত্রীরাও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ ভ্রমণের কথা গোপন বিষয় কিছু নয়, সবই জানা যায়৷ বিপুল খরচের কথাও বারবার প্রকাশ্যে এসেছে৷

কিন্তু এবার জানা গিয়েছে, বিদেশ ভ্রমণে পিছিয়ে নেই তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। মোদির মন্ত্রীরা কে কখন বিদেশ যাচ্ছেন, তা জানা সম্ভব নয়৷ তাই খবরে আসেনা৷
এবার তথ্য জানার অধিকার আইনে করা এক প্রশ্নের উত্তরে বিস্ফোরক তথ্য সামনে এসেছে৷ কেন্দ্রীয় মন্ত্রীদের বিদেশ ভ্রমণের খরচ বাবদ যে অঙ্ক সামনে এসেছে, তাতে চক্ষু চড়কগাছ হওয়ারই জোগাড়।

‘পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস, ক্যাবিনেট অ্যাফেয়ার্স’ জানিয়েছে, ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ অর্থবর্ষে শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের বিদেশ ভ্রমণেই খরচ হয়েছে ২৯৪ কোটি ৭০ লক্ষ ৩৭ হাজার ৪৮২ টাকা। আর দেশের মধ্যে ঘুরে বেড়াতে মোদির মন্ত্রীরা কোষাগার থেকে খরচ করেছেন ৫৪ কোটি ৫০ লক্ষ ১৮ হাজার ৪৮৮ টাকা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের ১৫ জুন ভুটান সফর দিয়ে শুরু করেছিলেন তাঁর বিদেশ ভ্রমণ। ২০১৯ সালের ১৫ নভেম্বর পর্যন্ত মোট ৫৯ বার বিদেশ গিয়েছেন। একাধিক দেশ তো বটেই, একই দেশেও গিয়েছেন বেশ কয়েকবার। মোদি বা তাঁর মন্ত্রিসভার সদস্যরা যতবার দেশবিদেশ ভ্রমণ করেছেন, তাতে আখেরে দেশের লাভ কী হয়েছে, সেই প্রশ্ন উঠেছে বারবার।

Previous articleবর্ষার মরশুমে জল ছাড়ছে ব্যারেজ, বন্যার আশঙ্কা ৩ জেলায়
Next articleচিন-পাকিস্তানকে চাপে রাখতে ভারতের পাশে আমেরিকা