Wednesday, July 9, 2025

শুধু মোদি নন, বিদেশ ভ্রমণের খরচে পিছিয়ে নেই তাঁর সরকারের মন্ত্রীরাও

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ ভ্রমণের কথা গোপন বিষয় কিছু নয়, সবই জানা যায়৷ বিপুল খরচের কথাও বারবার প্রকাশ্যে এসেছে৷

কিন্তু এবার জানা গিয়েছে, বিদেশ ভ্রমণে পিছিয়ে নেই তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। মোদির মন্ত্রীরা কে কখন বিদেশ যাচ্ছেন, তা জানা সম্ভব নয়৷ তাই খবরে আসেনা৷
এবার তথ্য জানার অধিকার আইনে করা এক প্রশ্নের উত্তরে বিস্ফোরক তথ্য সামনে এসেছে৷ কেন্দ্রীয় মন্ত্রীদের বিদেশ ভ্রমণের খরচ বাবদ যে অঙ্ক সামনে এসেছে, তাতে চক্ষু চড়কগাছ হওয়ারই জোগাড়।

‘পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস, ক্যাবিনেট অ্যাফেয়ার্স’ জানিয়েছে, ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ অর্থবর্ষে শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের বিদেশ ভ্রমণেই খরচ হয়েছে ২৯৪ কোটি ৭০ লক্ষ ৩৭ হাজার ৪৮২ টাকা। আর দেশের মধ্যে ঘুরে বেড়াতে মোদির মন্ত্রীরা কোষাগার থেকে খরচ করেছেন ৫৪ কোটি ৫০ লক্ষ ১৮ হাজার ৪৮৮ টাকা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের ১৫ জুন ভুটান সফর দিয়ে শুরু করেছিলেন তাঁর বিদেশ ভ্রমণ। ২০১৯ সালের ১৫ নভেম্বর পর্যন্ত মোট ৫৯ বার বিদেশ গিয়েছেন। একাধিক দেশ তো বটেই, একই দেশেও গিয়েছেন বেশ কয়েকবার। মোদি বা তাঁর মন্ত্রিসভার সদস্যরা যতবার দেশবিদেশ ভ্রমণ করেছেন, তাতে আখেরে দেশের লাভ কী হয়েছে, সেই প্রশ্ন উঠেছে বারবার।

spot_img

Related articles

গুজরাটে দুর্ঘটনা, ভাঙল গম্ভীরা সেতু! একাধিক গাড়ি নদীতে!

বুধের সকালে গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা(Gujrat accident)। ভদোদরা জেলার মহিসাগর নদীর উপরে থাকা ৪৫ বছরের পুরনো গম্ভীরা সেতু মাঝখান...

নিম্নচাপ ঘূর্ণাবর্তের পার্টনারশিপে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজ্যজুড়ে ভরা বর্ষার (Monsoon) মরশুম। সোমবার থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির ধারায় জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। ছাতা আর...

রেললাইন পার হওয়ার সময় স্কুলবাসে ধাক্কা ট্রেনের, বড় দুর্ঘটনা তামিলনাড়ুতে

স্কুলে যাওয়ার আশা নিয়ে বেরিয়েছিলেন পড়ুয়ারা, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হতে হল তাঁদের। তামিলনাড়ুর কুড্ডালোর...

বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটের প্রভাব নেই রাজ্যে, বৃষ্টিভেজা সকালে স্বাভাবিক জনজীবন

বুধবার সকাল থেকে দেশজুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ধর্মঘটের (Central Trade Union's strike) ডাক দিয়েছে। যদিও বৃষ্টিভেজা দিনে...