Sunday, August 24, 2025

ভারতের বন্ধুত্বের জবাবে  কার্গিলে  বিশ্বাসঘাতকতা করেছিল পাকিস্তান, ‘মন কি বাত’-এ সাফ কথা মোদির

Date:

Share post:

কার্গিল বিজয় দিবসের দিনে ‘মন কি বাত’ অনুষ্ঠানে শহিদ জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেছেন, “বীর জওয়ানদের আত্মত্যাগ দেশ মনে রাখবে। কার্গিলের জয় সেনাদের মনোবলের জয়। ওদের দেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করবে।”
মোদি বলেন, ‘পাকিস্তান কার্গিলে দুঃসাহস দেখিয়েছিল। ভারতের বন্ধুত্বের জবাবে বিশ্বাসঘাতকতা করেছিল পাকিস্তান। ভারতের পিঠে ছোরা ঢুকিয়েছিল পাকিস্তান। তিনি আরও বলেন , ‘ভৌগোলিক প্রতিবন্ধকতাকে জয় করেছিল ভারতীয় সেনারা। কার্গিল যুদ্ধ সৈনিকদের সম্মান রেখেছিল। আমাদের পদক্ষেপ সৈনিকদের মনোবল বাড়াবে। ’
এদিন তিনি সিবিএসই, আইসিএস পরীক্ষার কৃতী পড়ুয়াদের সঙ্গে কথাও বলেন। হরিয়ানা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও কেরলের সফল পড়ুয়াদের সঙ্গে এদিনের ‘মন কি বাত’-এ কথা বলেছেন তিনি। এরই পাশাপাশি দেশের করোনা পরিস্থিতি, আত্মনির্ভর ভারত ও রাখি বন্ধন উৎসবের কথাও তিনি উল্লেখ করেন।
ভারতে সুস্থতার হার সবচেয়ে বেশি, মন কি বাতে দাবি প্রধানমন্ত্রীর।
তিনি বলেন,
করোনার সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালানো হলেও বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু গত কয়েক মাসে যেভাবে সকলে লড়াই করেছেন তা অনেক আশঙ্কাকে ভুল প্রমাণ করেছে। আজ আমাদের দেশে সুস্থতার হার অন্য বহু দেশের তুলনায় অনেক বেশি। আর মৃত্যুর হার অন্য অনেক দেশের তুলনায় কম। তবে আমাদের মনে রাখতে হবে করোনা এখনও আগের মতোই মারাত্মক। তাই এখনও সমস্তরকম সতর্কতামূলক পদক্ষেপ করতে হবে। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হাত ধোওয়ার মতো পদক্ষেপ চালিয়ে যেতে হবে। একদিকে আমাদের পুরো সতর্কতার সঙ্গে করোনার বিরুদ্ধে লড়তে হবে। অন্যদিকে আমাদের ব্যবসা-বাণিজ্যও শুরু করতে হবে।

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...