Monday, August 25, 2025

মুকুল রায় বিজেপিতে আছেন না দূরত্ব তৈরি হয়েছে, সে নিয়ে রাজ্য রাজনীতিতে নানা কানাঘুষো। দলের নানা মহলে নানা গুঞ্জন। সে নিয়ে নিজেকে ক্লিন চিট দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার বিকেলে মুকুল যা বললেন তার নির্যাস এটাই, দল কোনও দায়িত্ব না দিলেও তিনি খুশি সারা দেশে এক্সিকিউটিভ কমিটির ১০০ জনের একজন হয়ে থাকতে পেরে। আর তৃণমূলে যাওয়ার খবর নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চান তিনি। কিন্তু সেই তদন্ত সিবিআই, সিআইডি না রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করবেন, তা তিনি পরিষ্কার করে জানাননি।

মুকুল এদিন যা বললেন…

১. কেন রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যাচ্ছে না? মুকুলের জবাব, কোভিড-১৯-এর কারণে রাজনৈতিক পরিধিটা বাড়ায়নি। আমার আশপাশের বিধানসভার মধ্যে নিজেকে সংযত রেখেছি।

২. মুকুলের স্বীকারোক্তি, দলবদলের খবরে বিভ্রান্ত। তাই আপনাদের কাছে জানাতে এসেছি, বিজেপিতে আছি, থাকব। দলবদলের খবর চাপা দিতে মুকুলের পাল্টা আক্রমণ, এ নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার দরকার। যারা এই খবর ছড়াচ্ছে তাদের খুঁজে পেলে এবং দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

৩. দিল্লি থেকে কেন চলে এলেন? মুকুলের জবাব, আমায় ২২শে যেতে বলা হয়, দু একদিনের জন্য সময় নিয়ে। কিন্তু মাঝে চোখের সমস্যা ডাক্তার দেখানো ছিল। সল্টলেকের বাসভবনের টেবিলে রাখা লাল ফাইল তুলে জানান, এই দেখুন, কাল চোখে ইঞ্জেকশান নিতে যাব। কিন্তু ফের দিল্লিতে যাওয়ার যে ডাক আসেনি তা মুকুলের কথাতেই পরিষ্কার। বললেন, কালকের পর পরিস্থিতি দেখে তারপর ভাবা যাবে।

৪. দিল্লির মিটিং আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আমার কাছে এটা স্টক টেকিং করছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব আছে। এটাতে আমার প্রয়োজন নেই।

৫. অমিত শাহ বা জে পি নাড্ডা কি ফোন করেছিলেন? রক্ষণাত্মক মুকুল বলেন, এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, বাইরে বলার নয়।

৬. দিল্লির বাড়ি থেকে মোদি-শাহর ছবি সরিয়ে নেওয়া প্রসঙ্গে মুকুলের জবাবদিহি, লকডাউনের কারণে অনেক দিন দিল্লি যাইনি। এর মাঝে দিল্লির ভোটের পর সব পোস্টার খোলা হয়েছিল। আমি গিয়ে খেয়াল করিনি। বলেছি আবার ছবি লাগাতে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version