Monday, August 25, 2025

ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্ক থাকুন, কোভাসের উদ্বোধনে পরামর্শ প্রধানমন্ত্রীর

Date:

ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্ক থাকুন। কোভাসের উদ্বোধনে পরামর্শ প্রধানমন্ত্রীর। কলকাতা, মুম্বই ও নয়ডায় একসঙ্গে উদ্বোধন হল অত্যাধুনিক কোভিড পরীক্ষা কেন্দ্র ‘কোভাস’। এখানে প্রতিদিন ১০০০০ পরীক্ষা সম্ভব। সোমবার, ভার্চুয়ালি এই তিন জায়গায় কোভাসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই হাইটেক পরীক্ষা কেন্দ্রের উদ্বোধনে কলকাতা, মুম্বই ও নয়ডা উপকৃত হল। এইসব জায়গায় পরীক্ষা কেন্দ্রের যা ক্ষমতা তার সঙ্গে আরও ১০ হাজার পরীক্ষা করার ক্ষমতা বাড়ল। এই অত্যাধুনিক পরীক্ষাকেন্দ্রগুলি শুধু কোভিড নয়, এইচআইভি, হেপাটাইটিস বি-সির পরীক্ষার জন্য অত্যন্ত নির্ভরযোগ্য।
প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় ভারত যথেষ্ট দ্রুত অতিমারি পরিস্থিতি সামলে নিয়েছে। এখানে মৃত্যুর হার যথেষ্ট কম। প্রচুর লোক সুস্থ হয়ে উঠছেন।
প্রধানমন্ত্রী বলেন, এখন খুব দ্রুত করোনা ভিত্তিক স্বাস্থ্য পরিষেবার উন্নতি প্রয়োজন। এইজন্যই কেন্দ্র ইতিমধ্যেই ১৫ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করে দিয়েছে।
জানুয়ারির তুলনায় এখন দেশে কোভিড পরীক্ষার সংখ্যা অনেক বেড়েছে। দেশে এখন তেরোশো ল্যাবে পরীক্ষা হচ্ছে বলে জানান মোদি।
ভারত যেভাবে করোনা সঙ্গে লড়াই করেছে সেটা একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ছ’মাস আগে দেশে একটিও ইপিপি কিট তৈরি হত না। ভারত এখন পিপিই কিট তৈরিতে বিশ্বের মধ্যে দ্বিতীয়। আগে বেশি N95 মাস্ক তৈরি হত না। এখন সেটা দেশের চাহিদা মিটিয়ে রফতানিও করতে পারছে। অত্যন্ত কম সময়ে ভারতের স্বাস্থ্যকর্মীরা ভাইরাস মোকাবিলায় দক্ষ হয়ে উঠেছেন।
প্রধানমন্ত্রী বলেন, জেলা এবং গ্রামগুলিতে চাহিদা এবং জোগানের ভারসাম্যে আরও উন্নতি করতে হবে। কারণ, সেই সব জায়গায় করোনার লড়াই কমজোর না হয়ে পড়ে। যাঁরা অবসরপ্রাপ্ত কর্মদক্ষ মানুষ তাঁদেরও এই লড়াইয়ে সামিল করতে হবে।
ভারতে উৎসবের মরসুম আসন্ন। এই সময়ে এমন কিছু করা উচিত নয়, যাতে রোগের প্রকোপ বাড়ে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। যতদিন না পর্যন্ত করোনার ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, ততদিন পর্যন্ত মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি পালন করতেই হবে বলে জানান প্রধানমন্ত্রী।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version