Monday, August 25, 2025

রিয়েল লাইফে তিনি আর নেই। তবুও রিল লাইফে তিনি আছেন। সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পায় শুক্রবার। শেষবার সুশান্তের অভিনয় দেখতে দর্শকরা ভিড় জমিয়েছিলেন ওটিটি প্ল্যাটফর্ম ডিসনি হটস্টারে। আর এদিনই সব রেকর্ড ভেঙে গেল। আইএমডিবি অনুযায়ী রেটিং পায় ৯.৮।আইএমডিবি – র প্রথম দশটি সিনেমার এক নম্বরে উঠে এল এই ছবি।

জীবনকে উপভোগ করার পাঠ রয়েছে গল্পে। এই পাঠ যিনি দিয়েছেন সিনেমার পর্দায় সেই ম্যানি মাত্র ২৪ বছর বয়সে আচমকাই তিনিই চলে গিয়েছেন। আর এই চলে যাওয়াই বাস্তবের সঙ্গে মেলাতে পেরেছেন দর্শকরা। ছবিতে ম্যানির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ছবির নায়িকা কিজিকে বেঁচে থাকার সাহস জুগিয়েছেন তিনি। গল্পে রয়েছে, নায়িকার থাইরয়েড ক্যানসার। তাঁকে সর্বক্ষণ অক্সিজেন সিলিন্ডার বয়ে বেড়াতে হয়। কিজির মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং বাবার চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়।

আইএমডিবি অনুযায়ী, দ্বিতীয় স্থানে আছে কমল হাসান এবং আর মাধবন অভিনীত তামিল ছবি আনবে সিভাম। তৃতীয় স্থানে নায়াকন এবং চতুর্থ স্থানে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে সিনেমার বিষয়বস্তুর পাশাপাশি সুশান্তের প্রতি দর্শকদের আবেগ সব রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে পরিচালকের দক্ষতাও প্রশংসা কুড়িয়েছে। পড়িছ মুকেশ ছাবরার প্রথম ছবি দিল বেচারা। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, “এটা যদি মুকেশের প্রথম ছবি হয় পরেরটা কী হবে?”

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version