অত্যন্ত সঙ্কটজনক করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক, রয়েছেন ভেন্টিলেশনে

মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল বিধায়ক সমরেশ দাস।

কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন পূর্ব মেদিনীপুরের এগরার বিধায়ক। সূত্রের খবর, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

সম্প্রতি, এগরার তৃণমূল বিধায়ক বছর সত্তরের সমরেশ দাসের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। বার্ধক্যজনিত কারণে তাঁর নানা ধরণের শারীরিক সমস্যা আগে থেকেই ছিল। তাই ঝুঁকি না নিয়ে সমরেশবাবুকে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তৃণমূল বিধায়ককে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, কো-মরবিডিটির কারণে করোনা আক্রান্ত বিধায়ক সমরেশ দাসের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। আর সেটাই কপালে ভাঁজ ফেলেছে চিকিৎসকদের কাছে।

বিধায়কের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, হৃদযন্ত্রের সমস্যা এবং হাঁপানির সমস্যা অনেক আগে থেকেই রয়েছে তাঁর। এবার শরীরে মারণ ভাইরাস বাসা বাঁধায় আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। সর্বশেষ যা খবর, তাতে বেশ সংকটজনক অবস্থায় রয়েছেন এগরার তৃণমূল বিধায়ক।

Previous articleBreaking : বন্ধ হতে পারে পাবজি! দেশে নিষিদ্ধ হলো আরও ৪৭ টি চিনা অ্যাপ
Next articleবজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতা ও আশপাশে