Tuesday, August 26, 2025

অভিভাবকহীন ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই সভাপতি পদে মেয়াদ শেষ সৌরভের

Date:

আজ, ২৭ জুলাই সরকারিভাবে শেষ হচ্ছে বিসিসিআই প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ। গতবছর অক্টোবরে তিনি ৬ মাসের জন্য দায়িত্ব পান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। তবে হিসেবে প্রশাসক হিসেবে এখনও কিছু সময় বিসিসিআই প্রেসিডেন্ট পদে আসীন থাকতে পারবেন প্রাক্তন ভারত অধিনায়ক।

ইতিমধ্যেই তিন বছর পূর্ণ মেয়াদের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সৌরভ। শীর্ষ আদালতে যা এখন বিচারাধীন। যেহেতু, আদালত রায় জানায়নি, তাই আইনমাফিক সৌরভ আপাতত তাঁর পদে বহাল থাকছেন। আর সেই আইনের যাঁতাকলে পড়েই পদাধিকারী হিসাবে কোনও বৈঠকে থাকতে পারবেন না সৌরভ। এই সময়কালের মধ্যে বোর্ডের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন প্রাক্তন ক্রিকেটার তথা আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল।সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একই সঙ্গে মেয়াদ ফুরিয়েছে বিসিসিআই সচিব জয় শাহরও। তিনিও আদালতে মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন।

প্রসঙ্গত, সবমিলিয়ে ক্রিকেট প্রশাসক পদে ৬ বছরের দীর্ঘ মেয়াদ শেষ হলো সৌরভের। প্রথমে প্রশাসক হিসেবে ৫ বছরেরও বেশি সময় সিএবি-র সভাপতি পদে বহাল ছিলেন সৌরভ। তারও আগে ২০১৪ সালে প্রশাসক হিসেবে সিএবি সচিব পদ দিয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর প্রেসিডেন্ট পদেও অভিষেক হয় তাঁর। এরপর গতবছর অক্টোবরে ৬ মাসের জন্য বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হন সৌরভ। বিসিসিআই অধীনস্থ রাজ্য ক্রিকেট সংস্থা ও বিসিসিআই মিলিয়ে একটানা ৬ বছর প্রশাসকের ভূমিকা পূর্ণ হলো তাঁর।

এবার লোধা কমিটির সুপারিশ অনুযায়ী সৌরভকে বাধ্যতামূলক “কুলিং অফ পিরিয়ড”-এ যেতে হবে। আর এই নিয়মকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সৌরভ। অগাস্ট মাসে এই মামলার শুনানি হওয়ার কথা আছে।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version