BREAKING: অপসারিত কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষা

করোনা সঙ্কটের শুরু থেকেই ভুরিভুরি অভিযোগ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। মৃতদেহ সংরক্ষণ থেকে শুরু করে বেড না পাওয়া কিংবা রোগী ফেরানো থেকে শুরু করে অত্যন্ত খারাপ পরিষেবা। অথচ, এই হাসপাতাল পূর্ব ভারতের বৃহত্তম কোভিড হাসপাতাল হিসেবে পরিচিত।

চাপ বাড়ছিল রাজ্য সরকারের উপরও। অবশেষে কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেললো নবান্ন। আজ, সোমবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষা ডাঃ মঞ্জুশ্রী রায়কে সরিয়ে দেওয়া হল। তাঁকে আরজি কর হাসপাতালের অ্যানাসথিসিয়া বিভাগে বদলি করা হয়েছে। আপাতত সেখানে প্রফেসার হিসেবে কাজ করবেন তিনি। যা প্রিন্সিপাল পদের সমতূল্য। তবে
চিকিৎসা শাস্ত্রে যা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ।

ডাঃ মঞ্জুশ্রী রায়ের পরিবর্তে মেডিক্যাল কলেজের
অধ্যক্ষা পদে দায়িত্ব দেওয়া হলো মুর্শিদাবাদ মেডিক্যালের সদ্য প্রাক্তন অধ্যক্ষা মঞ্জু বন্দ্যোপাধ্যায়কে। এই বদলির বিষয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বিতর্কি এড়িয়ে গিয়ে জানান, এটি একেবারেই রুটিন বদলি।

Previous articleক্রিকেটের নন্দন কানন ইডেন এখন কোয়ারেন্টাইন সেন্টার! দেখে নিন
Next articleইতিহাসে এই প্রথম: ভক্ত ছাড়াই দুর্গাপুজো বেলুড়মঠে