আকাশছোঁয়া জ্বালানির দাম, তেল ভরল না বাস মালিকদের সংগঠন

বাড়ছে জ্বালানির দাম। ভাড়া বাড়ানোর আবেদন করলেও মানা হয়নি। এই অবস্থায় প্রতিবাদ শুরু করল বাস সংগঠনের সদস্যরা। আজ ডিজেল ভরল না বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের বাস। অন্যান্য সংগঠনের কাছেও প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায় বলেন “কেন্দ্রীয় সরকারের ক্রমাগত ডিজেলের মূল্যবৃদ্ধি করছে। এর প্রতিবাদে আমরা জ্বালানি না ভরার সিদ্ধান্ত নিয়েছি। মুল্য বৃদ্ধির প্রতিবাদেই এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আগামী ৪ আগষ্ট কলকাতা-সহ রাজ্যের সমস্ত ব্যাঙ্ক এবং ইনসিওরেন্স কোম্পানিতে গিয়ে ডেপুটেশন জমা দেবেন।

কলকাতায় যে বাসগুলি চলে তা সাধারণত ১৭০ লিটারের তেলের ট্যাঙ্ক আছে। জেলায় যে বাসগুলি চলে তা সাধারণত ২২০ লিটার তেলের ট্যাঙ্ক আছে। বাস সংগঠনের বক্তব্য, সপ্তাহের প্রথম দিন ট্যাংক ভর্তি করে ডিজেল ভরা হয়। একটা ট্যাঙ্ক তেলে কলকাতায় তিন দিন এবং জেলায় এক থেকে দেড় দিন। প্রতি লিটার তেল ৭৭ টাকা হলে ১৭০ লিটারের জন্য খরচ পড়ে ১৩০৯০ টাকা। ২২০ লিটারের জন্যে খরচ পড়ে ১৬৯৪০ টাকা। ফলে একদিনে জ্বালানি বাবদ যে খরচ হত সেটা হবে না।

Previous articleBreaking: অসুস্থ সোমেনকে ফুল পাঠালেন মমতা
Next articleআলুর দাম বাড়ছে কেন? ব্যাখ্যা দিলেন টাস্ক ফোর্স আধিকারিক