করোনা আবহের মধ্যেই এসে গেলো আরও একটি ঐতিহাসিক ২৯ জুলাই। ১৯১১ সালে ইংরেজদের হারিয়ে এই দিনেই আইএফএ শিল্ড জিতেছিল শিবদাস ভাদুড়ি-অভিলাষ ঘোষদের মোহনবাগান। সেই গর্বের ইতিহাসকে স্মরণে রেখে
বিগত বেশ কয়েক বছর ধরে ২৯ জুলাই পালিত হয়ে আসছে মোহনবাগান দিবস। এবারও তা পালিত হবে। তবে মহামারি আবহে সুরক্ষার কথা মাথায় রেখে সদস্য-সমর্থকদের নিয়ে হবে না কোনও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। একদম ঘরোয়া পরিবেশে হবে এই অনুষ্ঠান। যদিও অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দি করা থাকবে বলেই জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবারের ২৯ জুলাইয়ের অনুষ্ঠান সদস্য-সমর্থকদের মধ্যে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব পরিচালন কমিটি। অর্থাৎ, এ বছর মোহনবাগান দিবস এক অর্থে “ভার্চুয়াল” পদ্ধতিতে উদযাপন হতে চলেছে।
তবে অনুষ্ঠানে জৌলুস না থাকলেও রীতি মেনে এবারও মোহনবাগান দিবসে সম্মানিত করা হবে অতীতের দিকপাল ক্রীড়া ব্যক্তিত্বদের। এ বছরও “মোহনবাগান রত্ন” সম্মান দেওয়া হবে কিংবদন্তিদের। এ বছর “মোহনবাগান রত্ন” সম্মানে ভূষিত হবেন প্রাক্তন হকি তারকা গুরবক্স সিং এবং বাংলা ও মোহনবাগানের প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী।
*এক নজরে মোহনবাগান দিবসে যাঁরা যে সম্মানে ভূষিত হবেন—*
*মোহনবাগান রত্ন*
গুরবক্স সিং (হকি)
পলাশ নন্দী (ক্রিকেট)
*লাইফ টাইম অ্যাচিভমেন্ট*
অশোক কুমার (হকি)
প্রণব গঙ্গোপাধ্যায় (ফুটবল)
মনোরঞ্জন পোড়েল (আথলেটিক্স)
*বেস্ট ফুটবলার (সিনিয়র)*
জোশেবা বেইতিয়া
*বেস্ট ইয়ুথ প্লেয়ার*
সজল বাগ ( অনূর্ধ্ব-১৮ টিম)
*বেস্ট অ্যাডমিনিস্ট্রেটর*
জয়দীপ মুখোপাধ্যায় (সচিব, আইএফএ)
উল্লেখ্য, অতীত ও বর্তমানের এই কৃতী ক্রীড়া ব্যক্তিত্বদের ২৯ জুলাই পুরস্কৃত করা হবে ক্লাবের পক্ষ থেকে। এঁদের মধ্যে যাঁরা কলকাতায় এই সময় নেই, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে অন্য কোনও অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের সম্মানিত করা হবে বলে জানিয়েছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ।