Sunday, November 9, 2025

সরকারি নির্দেশিকার পরও আজ, সোমবার শহর কলকাতার বড় বড় বাজার গুলিতে আলু অগ্নিমূল্য। ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ নাজেহাল। আর এই অবস্থায় পরিস্থিতির প্রকৃত কারণ ব্যাখ্যা করেছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। তাঁর দাবি, রাজ্যে আলু পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। কিন্তু আলুর দাম বাড়ার কারণ, স্টোরেজ থেকে যখন আলু বের হচ্ছে এবং সেখানে যারা এই কাজটি করছে, তাদের জন্যই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে পাইকারি বা খুচরো ব্যবসায়ীরা যখন আলু বিক্রি করছেন, তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে।

খুচরো বিক্রেতারা এক কুইন্টাল আলু ২৬৪০ টাকা দামে কিনছেন। অর্থাৎ, প্রতি কেজিতে ২৬ টাকা ৪০ পয়সা দিতে হচ্ছে তাদের। এবং তা বিক্রি করছেন ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। তাদের যেহেতু অতিরিক্ত দামে কিনতে হচ্ছে তাই সেখান থেকেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তবে রবীন্দ্রনাথবাবু জানিয়েছেন, হিসেব মতো আলু ১৭ থেকে ১৮ টাকা কেজি দরে খুচরো বিক্রেতাদের
কেনা উচিত এবং তা ক্রেতাদের কাছে বিক্রি করা উচিত প্রতি কেজি ২০ থেকে ২২ টাকা দামে।

কিন্তু খুচরো বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের মাঝে যে সমস্ত ফোড়ে রয়েছে, তাদের জন্যই এই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। তবে দীর্ঘদিন যদি এই সমস্যা থাকে তাহলে নিশ্চয়ই রাজ্য প্রশাসন কোনও ব্যবস্থা অবশ্যই নেবে। যেমন এর আগেও রাজ্য প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় গাড়ি করে আলু বিক্রি করা হয়েছিল। প্রগতি ময়দানে আলু বিক্রি করা হয়েছিল। সাধারণ মানুষের সুবিধার্থে কম দামে বিক্রি করা হয়। যদি কিছু মানুষ এই সমস্যার সৃষ্টি করেন সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো কোনও পদক্ষেপ নিতে পারেন বলেও ইঙ্গিত দেন রবীন্দ্রনাথ কোলে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version