Sunday, November 23, 2025

রাত পোহালেই ফের লকডাউন: সতর্ক প্রশাসন, আপনিও সচেতন হোন

Date:

সারা দেশের মতো বাংলাতেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই মহামারি মোকাবিলায় বাধ্য হয়েই ফের পূর্ণাঙ্গ লকডাউনের পথে হাঁটতে হয়েছে রাজ্য সরকারকে। আপাতত রোটেশন পদ্ধতিতে সপ্তাহে দু’দিন করে লকডাউন শুরু হয়েছে রাজ্যজুড়ে। গত সপ্তাহে শুরু হওয়া এই পদ্ধতিতে বৃহস্পতি ও শনিবার রাজ্যজুড়ে তা কঠোরভাবে পালিত হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামীকাল বুধবার চলতি সপ্তাহের প্রথম ও একমাত্র লকডাউন পালিত হবে।

গত সপ্তাহে বৃহস্পতি ও শনিবারের লকডাউনে রাজ্যজুড়ে ব্যাপক ইতিবাচক সাড়া মিলেছিল। শহর থেকে শহরতলী কিংবা জেলায় জেলায় ওইদিন কার্যত শুনশান চেহারা নিয়েছিল। চলতি সপ্তাহে বুধবার লকডাউন সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী প্রশাসন।

গত বৃহস্পতি ও শনিবারের মতো আগামীকাল বুধবারও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউন মানবে বলেই মনে করা হচ্ছে। তবে এখনও বেশকিছু অসচেতন মানুষ বিষয়টিকে হালকাভাবেই নিচ্ছে। আর তাদের এই অসতর্কতার জন্যই মহামারির ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। “কারণ” ছাড়া আগের দু’দিন রাস্তায় বেরিয়েছিলেন অনেকেই। কিন্তু এবার আরও কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নামবে পুলিশ প্রশাসন।

গত বৃহস্পতি ও শনিবার কলকাতা শহরজুড়ে কড়া মনোভাব দেখিয়েছে পুলিশ। লকডাউন কার্যকর করতে ডিসি পদ মর্যাদার আধিকারিক পর্যন্ত রাস্তায় নেমেছিলেন। কোথাও নাকা চেকিং, কোথাও ড্রোন আবার কোথাও টহলদারিতে পুলিশের জালে ধরা পড়েছে এমন অনেক অসচেতন মানুষ। চলতি সপ্তাহের একমাত্র লকডাউন যাতে একশো শতাংশ সফল হয়, তার জন্য বুধবারও রাজ্যজুড়ে থাকবে ব্যাপক পুলিশি নজরদারি। জরুরি পরিষেবায় রয়েছে ছাড়। তাই মানুষ যাতে অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরোন, সেই আবেদনই করা হয়েছে প্রশাসনের তরফে। ব্যাপক মাইকিংও করা হয়েছে রাজ্য তথা শহরজুড়ে।

Related articles

লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডে কাশ্মীর থেকে ধৃত আরও ১, মিলেছে জইশ যোগ!

রাজধানীতে লালকেল্লার (Red fort) সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় বাড়ল গ্রেফতারির সংখ্যা। শনিবার পুলওয়ামা থেকে এক সন্দেহভাজন যুবক...

‘মানচিত্র খাবো’, উৎপল সিনহার কলম

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি... অবিস্মরণীয় এই লেখাটির স্রষ্টা সুকান্ত ভট্টাচার্য। আবার, রুটির বিনিময়ে প্রিয়ার চোখের মণি...

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...
Exit mobile version