Tuesday, August 26, 2025

ভারতের পাঁচ জায়গায় অক্সফোর্ডের টিকার ট্রায়ালের জন্য অনুমতি দিল কেন্দ্র

Date:

বিশ্ব মহামারি রুখতে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রোজেনেকার ডিএনএ ভেক্টর ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালে আশাব্যঞ্জক সাফল্য মিলেছে। ভারতে অক্সফোর্ডের ফর্মুলায় এই টিকা তৈরি করছে এদেশের নামজাদা সংস্থা সেরাম ইনস্টিটিউট। দেশের তৈরি এই টিকার নাম ‘কোভিশিল্ড’। এবার ভারতে অক্সফোর্ডের এই টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য সেরামকে ড্রাগ কন্ট্রোলের অনুমতি দিল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ জানিয়েছে, দেশের পাঁচ জায়গায় অবিলম্বে টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। সরকারের তরফে এজন্য বড় রকমের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল ও গবেষণা তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ। দফতরের সচিব রেণু স্বরূপ বলেছেন, দেশের পাঁচ জায়গাকে বেছে নেওয়া হয়েছে অক্সফোর্ডের টিকার ট্রায়ালের জন্য। এক হাজারের বেশি স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এই টিকার ট্রায়াল করে সাফল্য পেয়েছে।এদেশে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করে তার ফলাফল দেখতে হবে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে টিকার ট্রায়াল সফল হলেই টিকার বাণিজ্যিক উৎপাদন শুরু করে দেবে সেরাম। সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, করোনা ভ্যাকসিন যাতে দেশের প্রতি প্রান্তে পৌঁছে যায় সেজন্য কেন্দ্রীয় সরকারের মাধ্যমেই তা সরবরাহ করা হবে।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version