Thursday, May 15, 2025

ভারতের পাঁচ জায়গায় অক্সফোর্ডের টিকার ট্রায়ালের জন্য অনুমতি দিল কেন্দ্র

Date:

বিশ্ব মহামারি রুখতে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রোজেনেকার ডিএনএ ভেক্টর ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালে আশাব্যঞ্জক সাফল্য মিলেছে। ভারতে অক্সফোর্ডের ফর্মুলায় এই টিকা তৈরি করছে এদেশের নামজাদা সংস্থা সেরাম ইনস্টিটিউট। দেশের তৈরি এই টিকার নাম ‘কোভিশিল্ড’। এবার ভারতে অক্সফোর্ডের এই টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য সেরামকে ড্রাগ কন্ট্রোলের অনুমতি দিল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ জানিয়েছে, দেশের পাঁচ জায়গায় অবিলম্বে টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। সরকারের তরফে এজন্য বড় রকমের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল ও গবেষণা তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ। দফতরের সচিব রেণু স্বরূপ বলেছেন, দেশের পাঁচ জায়গাকে বেছে নেওয়া হয়েছে অক্সফোর্ডের টিকার ট্রায়ালের জন্য। এক হাজারের বেশি স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এই টিকার ট্রায়াল করে সাফল্য পেয়েছে।এদেশে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করে তার ফলাফল দেখতে হবে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে টিকার ট্রায়াল সফল হলেই টিকার বাণিজ্যিক উৎপাদন শুরু করে দেবে সেরাম। সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, করোনা ভ্যাকসিন যাতে দেশের প্রতি প্রান্তে পৌঁছে যায় সেজন্য কেন্দ্রীয় সরকারের মাধ্যমেই তা সরবরাহ করা হবে।

 

Related articles

যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) যাত্রা আপাতত পিছিয়ে গেল। ২৯ মে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে রওনা...

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...
Exit mobile version