Wednesday, August 27, 2025

দীর্ঘ ৭ হাজার কিমি পথ পেরিয়ে আজ বুধবার ভারতে আসছে রাফাল যুদ্ধবিমান৷ রাফায়েলের প্রথম ব্যাচের ৫টি ফাইটার জেট নিয়ে বায়ুসেনার পাইলটরা প্রবেশ করবেন দেশের আকাশে। ভারতীয় বায়ুসেনার দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাফায়েল আসছে দেশে। অম্বালা এয়ার বেসে রাফায়েলের আগমনে সময় উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া।

এই কারণে হরিয়ানার আম্বালায় বায়ুসেনার বিমানঘাঁটিতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ কোনও রকম ছবি তোলা, ভিডিও করায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷ বিমান ঘাঁটির ৩ কিমি রেডিয়াসের মধ্যে কোনও ব্যক্তিগত ড্রোনও আকাশে ওড়ানো যাবে না বলে বাসিন্দাদের জানিয়ে দিয়েছে আম্বালা জেলা প্রশাসন৷

ধুলকোট, বলদেবনগর, গারনালা ও পঞ্জখোরা বিমানঘাঁটি সংলগ্ন গ্রামগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ সোমবার সকালে ফ্রান্স থেকে রওনা দেয় ৫টি রাফাল বিমান৷ এই দীর্ঘ ৭ হাজার কিমি পথে আকাশে এয়ার-টু-এয়ার জ্বালানি ভরেছে রাফাল৷ এছাড়া আরব আমিরশাহিতে ফরাসি বিমানঘাঁটিতে নেমেছে একবার৷ এ দিন ৫টি রাফাল জেট যখন আম্বালায় নামবে, তখন সেখানে উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া৷
হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, নিরাপত্তাজনীত যাবতীয় ব্যবস্থা নিয়েছে আম্বালা পুলিশ৷ আম্বালা ক্যান্টনমেন্টের ৬ বারের বিজেপি বিধায়ক অনিল ভিজের কথায়, ‘খুবই আনন্দের দিন৷ হাজার হাজার মানুষ আজ আম্বালায় রাফালকে স্বাগত জানাবেন৷’
উল্লেখ্য, রাফায়েল জেট একটানা ১০ ঘন্টা ধরে ওড়ার ক্ষমতা রাখে, তবে এর মাঝে ৬ বার জ্বালানি ভরার প্রয়োজন হবে। এরই মধ্যে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাফায়েল ফাইটার এয়ারক্রাফটে ১০০০ কিলোগ্রামের একটি ক্যামেরা রয়েছে, যা হাজার ফুট নীচে মাটিতে পড়ে থাকা কোনও ছোট ক্রিকেট বলের ছবি পরিষ্কার তুলতে পারবে।
এছাড়াও এই ফাইটার জেট ৫৫ হাজার ফুট উচ্চতায় থাকা কোনও শত্রুপক্ষকে  ধ্বংস করার ক্ষমতা রাখে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version