Wednesday, July 2, 2025

সম্পূর্ণ লকডাউনে সকাল থেকেই আঁটোসাঁটো নজরদারি শহর ও শহরতলিতে

Date:

Share post:

ফের সম্পূর্ণ লকডাউনে সকাল থেকেই আঁটোসাঁটো নজরদারি শহর ও শহরতলি জুড়ে। বিনা প্রয়োজনে গাড়ি কিংবা বাইক নিয়ে বেরোলে নিস্তার নেই। চলছে ধরপাকড়। ডানলপ মোড় থেকে ব্যারাকপুর , মধ্যমগ্রাম থেকে চিড়িয়ামোড়— সর্বত্রই নাকা তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার এখনও পর্যন্ত লকডাউনের আইন অমান্য করার জন্য ২৩৫ জন গ্রেফতার হয়েছেন। সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় চলছে পুলিশের কড়া নজরদারি। মূল রাস্তায় ব্যারিকেড তৈরি করে চলছে যান নিয়ন্ত্রণ। পরীক্ষা করা হচ্ছে প্রয়োজনীয় নথিও। বিনা প্রয়োজনে বের হলে ফেরত পাঠানো হচ্ছে।যারা পথে বেরিয়েছেন তাদের সামান্য শিথিলতা দেখলেই করোনা-বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে পুলিশ । রাত ১০টা পর্যন্ত কড়া নজরদারি চলবে কলকাতার বিভিন্ন এলাকায়।
সব এলাকাতেই এ দিন রাস্তাঘাট শুনশান। একমাত্র জরুরি পরিষেবায় ছাড় রয়েছে সার্বিক লকডাউনে। সরকারি গাড়িও জিজ্ঞাসাবাদের মুখে পড়েছে। এতটাই কড়া নজরদারির আওতায় রয়েছে কলকাতা ও শহরতলি।
কোভিডের সংক্রমণ-শৃঙ্খল ভাঙতে গোটা রাজ্য স্তব্ধ রাখাটাই লক্ষ্য ছিল নবান্নের। ছাড় আছে একমাত্র জরুরি পরিষেবায় । বাকি সবকিছুই আছে বন্ধ। চলে নি যানবাহন। বন্ধ রাখা হয়েছে সরকারি, বেসরকারি অফিস। ঝাঁপ বন্ধ আছে সব দোকান-বাজারের। ওড়েনি আন্তঃরাজ্য বিমানও। সবমিলিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে, এই লকডাউনে কোনওভাবেই শিথিলতা দেখাতে রাজি নয় পুলিশ-প্রশাসন ।

spot_img

Related articles

দিনভর বিক্ষোভ আলিপুর আদালতে, বাড়ল তিন অভিযুক্তের পুলিশ হেফাজত

গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর পক্ষে কোনও আইনজীবী যেন লড়াই না করেন, এই দাবিতে মঙ্গলবার দিনভর উত্তপ্ত থাকল আলিপুর...

স্নাতক স্তরে ভর্তি আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই, ঘোষণা শিক্ষামন্ত্রীর

স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন পোর্টালের আবেদনের সময়সীমা বাড়ানো হল আরও ১৫ দিন। প্রথম দফার আবেদনের জন্য...

‘কর্পূর’: ছবির স্টার কাস্টের মতোই অভিনব লোগো প্রকাশ

বাংলা ছবির নাম, বিষয় আর স্টার কাস্ট ঘোষণা হতেই তাই নিয়ে প্রবল আলোড়ন টলিউড জুড়ে- এই ঘটনা বোধহয়...

বুধে বিধানসভায় শপথ কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক অলিফা আহমেদের 

কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অলিফা আহমেদ বুধবার রাজ্য বিধানসভায় শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন...