Sunday, January 11, 2026

কেরিয়ারের শেষ পর্যায়ে হিসাব কষে খেলতে হবে, ফেডেরারের মন্তব্যে কি অবসরের ইঙ্গিত ?

Date:

Share post:

হাঁটুতে অস্ত্রোপচারের কারণে চলতি বছরে আর কোর্টে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু আগামী মাসে ৩৯ বছরে পা দিতে চলা রজার ফেডেরার কি টেনিস থেকেও অবসরের বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে দিলেন? একটি সাক্ষাৎ কারে তেমনই ইঙ্গিত দিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা।এই বছরে শেষবার ফেডেরারকে কোর্টে দেখা গিয়েছিল অস্ট্রেলীয় ওপেনে। জানুয়ারি মাসে সেমিফাইনাল থেকেই তাঁকে বিদায় নিতে হয়েছিল নোভাক জোকোভিচের কাছে হার মেনে। তার পরেই করোনাভাইরাসের বিশ্বব্যাপী সংক্রমণের ফলে বন্ধ হয়ে যায় টেনিস।
জুন মাসে ফেডেরার জানিয়েছিলেন, তিনি ফের হাঁটুর সমস্যায় ভুগতে শুরু করেছেন এবং আবার অস্ত্রোপচার জরুরি হয়ে পড়েছে। সেই সময় তিনি অবশ্য এও জানিয়েছিলেন, করোনার কারণে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক্সে তিনি অংশ নেবেন। তাই আপাতত অবসর নেওয়ার কথা ভাবছেন না।
কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে রজার জানিয়েছেন, তিনি তাঁর বর্ণময় টেনিস কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। তিনি বলেছেন, “২০০৯ সালে ফরাসি ওপেনে জেতার পর থেকেই আমাকে বারাবার এই প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে। তবে এটাও তো মানতে হবে, টেনিস কেরিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি আমি। ফলে এটা এখন জোর দিয়ে বলতে পারব না, আগামী দুবছরের মধ্যে কী হতে পারে।”
তবে ফেডেরার অবসরের ইঙ্গিত দিলেও প্রত্যাবর্তনের দরজাও বন্ধ করেননি। হাঁটুর চোট নিয়ে বলেছেন, ‘‘এখন ২০ সপ্তাহ শুশ্রুষা চলবে। অনেকটা সময়। তবে আমি সব কিছুর জন্যই প্রস্তুত। আশা করি চোট সারিয়ে আবার কোর্টে ফেরার পরেও টেনিস খেলে যেতে পারব।’’
রজারের রেকর্ড স্পর্শ করার দৌড়ে সবচেয়ে কাছে রয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। তাঁর দখলে রয়েছে ১৯টি গ্র্যান্ড স্ল্যাম। ফলে তিনি  যদি চলতি বছরে যুক্তরাষ্ট্র এবং ফরাসি ওপেনে খেলেন এবং কোনও একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন, তা হলেই স্পর্শ করে ফেলতে পারবেন রজারের কীর্তি। বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ এখনও পর্যন্ত জিতেছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম। সুইস কিংবদন্তি অবশ্য তা নিয়ে চিন্তা করছেন না। তিনি বলেছেন, “আমি এখন এক একটি বছর ধরে টেনিস খেলে এগোতে চাই। কিন্তু যখন সেই রথের চাকা মাটিকে ঠিক মতো কামড়ে ধরতে পারবে না, তখন আমাকে থেমে যেতেই হবে। কাজেই আমাকে এখন হিসাব কষে টেনিস খেলতে হবে।”

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...