ছড়াচ্ছে সংক্রমণ। সেই কারণেই হাবড়া পুরসভার তরফে ফের এক সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোকান, বাজার বন্ধ থাকলেও নিয়ম মানছেন না ঠেলাগাড়ির সবজি বিক্রেতা ও পথের পাশের অস্থায়ী দোকানদাররা।
হাবড়া এলাকায় বর্তমানে আক্রান্তের সংখ্যা ১১৩। হাবড়া পুরসভা এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাই পুরসভার তরফে ভাইরাস সংক্রমণে রাশ টানতে আবার এক সপ্তাহের টানা লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পরিষেবা ছাড়া কোন কিছুই খোলা থাকবে না। পুরসভার তরফের এই বাড়তি উদ্যগ কতটা কাজে আসে সেটাই এখন দেখার।
