হস্টেলের ঘরে গ্যাস লিক করে মৃতা প্রেসিডেন্সির ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ

২০১৫ সাল। দ্বাদশ শ্রেণির পর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতায় আসেন মেধাবী ছাত্রী সুমন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। কিন্তু সুমন্তিকার উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হয়নি। ওই বছরই এপ্রিল মাসে হস্টেলের বন্ধ ঘরে বেঘোরে প্রাণ হারান সুমন্তিকা। তাঁর রুম মেটকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তবে ওই ছাত্রী প্রাণে বেঁচে যান।

চাঞ্চল্যকর এই ঘটনায় তদন্ত শুরু করে কলকাতা পুলিশের ফরেন্সিক টিম। তদন্তে উঠে আসে গ্যাস লিকের ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে সায়ন্তিকার। এই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে সায়ন্তিকার মৃত্যুর জন্য গ্রেটার গ্যাস সাপ্লাই কর্পোরেশনের বিরুদ্ধে মামলা রুজু হয়।

৫ বছর ধরে চলে বিচারপর্ব। অবশেষে সবরকম সওয়াল, জবাব, শুনানি পর্ব শেষে রায় দিল গ্রিন ট্রাইব্যুনাল। গ্রিন ট্রাইব্যুনাল রায়ে জানিয়েছে, সুমন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জন্য গ্রেটার গ্যাস সাপ্লাই কর্পোরেশনকে ক্ষতিপূরণ বাবদ ৬৪ লক্ষ টাকা দিতে হবে তাঁর পরিবারকে। এবং আগামী এক মাসের মধ্যেই ক্ষতিপূরণের এই টাকা দিতে হবে।

Previous articleরাজ্য GST-র পাওনা পাবে না, কেন্দ্রীয় সিদ্ধান্ত
Next articleব্রেকফাস্ট নিউজ