রাজ্য GST-র পাওনা পাবে না, কেন্দ্রীয় সিদ্ধান্ত

কেন্দ্রের কাছ থেকে শুধু GST-র ক্ষতিপূরণ বাবদ-ই বাংলার পাওনা ৩০০০ কোটি টাকা। দফায় দফায় কেন্দ্রের কাছে পাওনা এই টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েই চলেছে রাজ্য সরকার ৷ কেন্দ্রীয় সরকার নীরব৷

এদিকে ২৯ জুলাইয়ের ‘দ্য হিন্দু’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, “গতকাল, ২৮ জুলাই, অর্থ মন্ত্রকের সংসদীয় কমিটির বৈঠকে সদস্যদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থসচিব জানিয়ে দিয়েছেন, GST বাবদ রাজ্যগুলির পাওনা ক্ষতিপূরণের টাকা অদূর ভবিষ্যতেও কেন্দ্রীয় সরকার দিতে পারবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক সংক্রমণজনিত পরিস্থিতিতে আর্থিক সংকট৷ তাঁর বক্তব্য, মহামারি পরিস্থিতিতে GST আদায় গত বছরের তুলনায় অনেক কম হয়েছে। প্রসঙ্গত, GST ক্ষতিপূরণ বাবদ শুধু পশ্চিমবঙ্গই কেন্দ্রের কাছে ৩০০০ কোটি টাকা পাবে।অন্যদিকে বিজেপি সাংসদ সুব্রহ্মনিয়ম স্বামী বলেছেন, গত ৪-৫ বছর ধরেই দেশের আর্থিক অবস্থা নিম্নগামী। মহামারি তা আরও ভয়াবহ করে তুলেছে।

Previous articleসংস্কৃতে ট্যুইট করে রাফালকে ভারতে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
Next articleহস্টেলের ঘরে গ্যাস লিক করে মৃতা প্রেসিডেন্সির ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ