একটি বিরল প্রজাতির চিতাবাঘের ছবি তুলে তাক লাগিয়ে দিয়েছেন পুণের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অভিষেক পাগনিস। মহারাষ্ট্রের তাডোবা রিজার্ভ ফরেস্টে একটি কালোচিতা অভিষেকের লেন্সবন্দি হয়েছে । নিমেষেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই দৃশ্য। অভিষেক জানিয়েছেন, দীর্ঘ ২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাকে । তারপর ফ্রেমবন্দি করেছেন সেই বিরল দৃশ্য । পুণে নিবাসী অভিষেক প্রথম ওয়াইল্ডলাইফ ট্রিপে খবরের শিরোনামে । তিনি জানিয়েছেন, বাঘের ছবি তুলতেই তাডোবা ফরেস্টে গিয়েছিলেন। সাফারির শেষদিনে লক্ষ্য ছিল চিতাবাঘের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করা। সেইজন্য সাধারণ বাঘ ছেড়ে চিতাবাঘে মন দিয়েছিলেন অভিষেক।
ফ্রেমবন্দি আগের মুহূর্তের বর্ণনা দিয়েছেন এই তরুণ ফোটোগ্রাফার । বলেছেন , “হরিণ এবং বাঁদরের শব্দে বুঝেছিলাম আশেপাশে বাঘ বা চিতাবাঘ আছে। তারপর চলছিল অধীর আগ্রহে অপেক্ষা। ঘণ্টা দুয়েক পর এই বিশেষ ধরনের কালো চিতাবাঘের দর্শন পাই। তারপর শুরু করি আমার আসল কাজ। দ্রুত এই বিশেষ প্রজাতির কালো চিতাবাঘের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করি।
