Wednesday, August 27, 2025

প্রাক্তন শিক্ষকদের সাফাইকর্মী, মালি পদে নিয়োগের তোড়জোড় ত্রিপুরা সরকারের

Date:

প্রাক্তন শিক্ষকদের সাফাইকর্মী, মালি, রাঁধুনি, নাইট গার্ড, পিওন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করল ত্রিপুরা সরকার। এই তালিকায় রয়েছে প্রায় ১০ হাজার প্রাক্তন শিক্ষকের নাম।

অভিযোগ, বাম আমলে ওই শিক্ষকদের বেআইনি পথে নিয়োগ হয়েছিল। ত্রিপুরায় বিজেপি সরকার আসার পরই ওই শিক্ষকদের নিয়োগ নিয়ে মামলা করে। আদালতের নির্দেশে চাকরি হারান দশ হাজার শিক্ষক। সূত্রের খবর, চাকরিতে ফেরানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই নিয়ে আদালতে মধ্যে আবেদন করেছে ত্রিপুরা সরকার। যদিও আদালত এই বিষয়ে এখনও কিছু জানায়নি। তবে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট আন্ডারগ্রাজুয়েট ওই শিক্ষকদের শিক্ষক পদে চাকরি দেওয়া হবে না। সাফাইকর্মী, মালি, রাঁধুনি, নাইট গার্ড, পিওন পদে ১০,৬১৮টি শূন্যপদ রয়েছে। সেখানে চাকরিপ্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন চাকরি হারানো শিক্ষকরা।

প্রসঙ্গত, ২০১০ ও ২০১৪ সালে ১০৩৫ জন পিজিটি, ৪৬৬৬ জন টিজিটি ও ৪৬১২ জন ইউজিটি শিক্ষক নিয়োগ করেছিল তৎকালীন রাজ্য সরকার। গোটা নিয়োগ-প্রক্রিয়া হয়েছিল মৌখিক পরীক্ষার মাধ্যমে। ২০০৩ সালের এমপ্লয়মেন্ট পলিসি-র নিয়ম মেনে তাঁদের নিয়োগ হয়েছিল। ২০১৭ সালে সুপ্রিম কোর্ট হাই কোর্টকে নির্দেশ দেয়, নিয়োগের ক্ষেত্রে যেন নতুন নিয়ম কার্যকর করা হয়। যদিও সেই সময় শিক্ষকের ঘাটতি থাকায় কাউকে চাকরি থেকে সরানো হয়নি। সংশ্লিষ্টদের ৩১ মার্চ ২০২০ পর্যন্ত চাকরিতে রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা সরকার। সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই এবার অন্য পদে নিয়োগ করতে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version