৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা

৩১ অগাস্ট পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবা বন্ধ থাকছে। শুক্রবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই বিষয়টি জানিয়েছে। এদিন, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ৩১ অগাস্ট পর্যন্ত নামতে পারবে না কোনোও যাত্রীবাহী বিমান। তবে আগের মতোই কার্গো বিমান ও স্পেশাল বিমান চলাচল করবে।

এছাড়াও বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে বিশেষ কয়েকটি রুটে উড়ান যেতে পারে। উল্লেখ্য, এর আগে গত মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, জুলাই মাসের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হতে পারে। তবে সবটাই নির্ভর করবে অতিমারির পরিস্থিতির ওপর। যদিও পরে ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধের কথা ঘোষণা করা হয়। কিন্তু পরিস্থিতির দিকে নজর রেখে তা বাড়িয়ে ৩১ অগাস্ট করা হল।

Previous articleসুশান্ত : ইডির মামলা, দুই কেন্দ্রীয় মন্ত্রীও ক্ষুব্ধ মুম্বই পুলিশের কাজে
Next articleবনগাঁ কাণ্ডে কাঠগড়ায় হাসপাতাল