Thursday, August 28, 2025

মেডিক্যালে করোনা ওয়ার্ডেই গয়না চুরির চক্র! হাতেনাতে ধৃত ৪

Date:

Share post:

মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডেই হাতেনাতে পাকড়াও গয়না চুরির চক্র! গ্রেফতার ৪ । বিষয়টি এক নার্সের নজর পড়তেই তিনি সুপারকে ফোন করেন।ধৃতরা সবাই হাসপাতালেরই অস্থায়ী কর্মী।
বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল করোনা ওয়ার্ড থেকে নানান সময়ে রোগীদের নানান জিনিস চুরি যাচ্ছে।এমনকি রোগীর আত্মীয়দের কাছ থেকে ওষুধ কেনার নাম করে এক শ্রেণীর কর্মী পয়সা নিয়ে চম্পট দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। রোগীদের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পরেই বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তা রক্ষীরা করোনা ওয়ার্ডের ওপর নজরদারি চালাচ্ছিলেন । ওয়ার্ডে ডিউটিরত নার্সদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের বাসিন্দা এক মহিলা মেডিক্যাল কলেজের এসএসবি ব্লকের আট তলায় ভর্তি ছিলেন। ওই ওয়ার্ডটি মহিলা কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট। জানা গিয়েছে, ৭৭২ নম্বর বেডের রোগিনীর কাছে পিপিই কিট পরে এ দিন দুপুরে এক যুবক হাজির হন। তিনি নিজেকে হাসপাতালের কর্মী বলে পরিচয় দেন। রোগিনীর অভিযোগ, ওই ব্যক্তি তাঁকে বলেন, হাসপাতালের নিয়ম অনুযায়ী সোনার গয়না-সহ মূল্যবান জিনিসপত্র কাছে রাখা যাবে না। এর পরেই তিনি বলেন, তাঁকে দিয়ে দিলে নীচে রোগীর আত্মীয়দের কাছে ওই সব  জিনিসপত্র পৌঁছে দেবেন। তিনি ওই ব্যক্তির কথা শুনে তাঁকে অবিশ্বাস করতে পারেননি বলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন রোগিনী। তিনি সরল বিশ্বাসে হাসপাতাল কর্মী ভেবেই নিজের গলার সোনার হার ও আংটি খুলে দেন পিপিই পরা ওই ব্যক্তিকে।

এই ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে । ধৃতদের বউবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।আগামীকাল তাদের আদালতে তোলা হবে।

spot_img

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...