Thursday, November 13, 2025

মেডিক্যালে করোনা ওয়ার্ডেই গয়না চুরির চক্র! হাতেনাতে ধৃত ৪

Date:

মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডেই হাতেনাতে পাকড়াও গয়না চুরির চক্র! গ্রেফতার ৪ । বিষয়টি এক নার্সের নজর পড়তেই তিনি সুপারকে ফোন করেন।ধৃতরা সবাই হাসপাতালেরই অস্থায়ী কর্মী।
বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল করোনা ওয়ার্ড থেকে নানান সময়ে রোগীদের নানান জিনিস চুরি যাচ্ছে।এমনকি রোগীর আত্মীয়দের কাছ থেকে ওষুধ কেনার নাম করে এক শ্রেণীর কর্মী পয়সা নিয়ে চম্পট দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। রোগীদের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পরেই বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তা রক্ষীরা করোনা ওয়ার্ডের ওপর নজরদারি চালাচ্ছিলেন । ওয়ার্ডে ডিউটিরত নার্সদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের বাসিন্দা এক মহিলা মেডিক্যাল কলেজের এসএসবি ব্লকের আট তলায় ভর্তি ছিলেন। ওই ওয়ার্ডটি মহিলা কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট। জানা গিয়েছে, ৭৭২ নম্বর বেডের রোগিনীর কাছে পিপিই কিট পরে এ দিন দুপুরে এক যুবক হাজির হন। তিনি নিজেকে হাসপাতালের কর্মী বলে পরিচয় দেন। রোগিনীর অভিযোগ, ওই ব্যক্তি তাঁকে বলেন, হাসপাতালের নিয়ম অনুযায়ী সোনার গয়না-সহ মূল্যবান জিনিসপত্র কাছে রাখা যাবে না। এর পরেই তিনি বলেন, তাঁকে দিয়ে দিলে নীচে রোগীর আত্মীয়দের কাছে ওই সব  জিনিসপত্র পৌঁছে দেবেন। তিনি ওই ব্যক্তির কথা শুনে তাঁকে অবিশ্বাস করতে পারেননি বলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন রোগিনী। তিনি সরল বিশ্বাসে হাসপাতাল কর্মী ভেবেই নিজের গলার সোনার হার ও আংটি খুলে দেন পিপিই পরা ওই ব্যক্তিকে।

এই ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে । ধৃতদের বউবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।আগামীকাল তাদের আদালতে তোলা হবে।

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version