Monday, November 17, 2025

দেশের প্রথম সারির দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা মাদার ডেয়ারি এবার কনফেকশনারি ও বেকারি ক্ষেত্রেও নিজেদের ব্যবসা সম্প্রসারণ করছে। কিছুদিনের মধ্যে দিল্লি এনসিআর বা জাতীয় রাজধানী অঞ্চলে তিন ধরনের পাউরুটি বাজারে আনছে এই সংস্থা। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইকনমিক টাইমসের খবর অনুসারে, দেশে ৫৩০০ কোটি টাকার পাউরুটির বাজার ধরতে চায় মাদার ডেয়ারি। এই লক্ষ্যেই নতুন উদ্যোগ। আপাতত বেকারি সেগমেন্টে ১০০ কোটির ব্যবসা করতে চায় মাদার ডেয়ারি।

মাদার ডেয়ারি ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সংগ্রাম চৌধুরী জানিয়েছেন, সংস্থার নতুন পণ্য যাতে ক্রেতাদের কাছে পৌঁছতে পারে তার জন্য প্রথম পর্যায়ে দিল্লি এনসিআরের ১৮০০ দুগ্ধকেন্দ্র ও সফল আউটলেটে মাদার ডেয়ারির পাউরুটি বিক্রি করা হবে। মোট ধরনের তিন ধরনের পাউরুটি থাকবে। ব্রাউন ব্রেড, স্যান্ডউইচ ব্রেড, মিল্ক ও ফ্রুট ব্রেড। এরপর ক্রেতাদের চাহিদা ও পছন্দ বুঝে মাল্টিগ্রেন ব্রেড ও কুলচা অানা হবে। শুরু থেকেই পণ্যের গুণমানে বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা। মাদার ডেয়ারির বিজনেস হেড সঞ্জয় শর্মা জানিয়েছেন, এই প্রথমবার তাদের সংস্থা বেকারি সেগমেন্টে প্রবেশ করছে। তারা নিশ্চিত তাদের পণ্য ১৮০০টি মাদার ডেয়ারির আউটলেটে রাখায় বিপণনে খুবই সুবিধা হবে। ক্রেতাদেরও দৃষ্টি আকর্ষণ করা যাবে। মাদার ডেয়ারির ৫০০ গ্রামের স্যান্ডউইচ ব্রেডের প্যাকেট ৩০ টাকায় ও ৭০০ গ্রাম স্যান্ডউইচ ব্রেডের প্যাকেট ৪০ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে ৪০০ গ্রামের ব্রাউন ব্রেড মিলবে ৩০ টাকায়। ১৫০ গ্রামের ফ্রুট এন্ড মিল্ক ব্রেডের প্যাকেট পাওয়া যাবে ১৫ টাকায়।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version