মৃত কর্মীদের বাড়িতে যাওয়ার পথে সায়ন্তনকে রাস্তাতেই আটকাল পুলিশ

মেদিনীপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথে পাঁশকুড়াতেই আটকে দেওয়া হলো বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসুকে। পুলিশের দাবি, এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, তাই তাঁকে যেতে দেওয়া যাবে না। পাল্টা সায়ন্তনের প্রশ্ন, রামনগর যাব। তার সঙ্গে পাঁশকুড়ার ১৪৪ ধারা থাকার সম্পর্ক কী? আমি তো এখানে থাকছি না! সায়ন্তনের দাবি, কখনও পুলিশ বলেছে ১৪৪ ধারা, কখনও বলেছে আমি গেলে উত্তেজনা বাড়বে, সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি হবে, লোকের মধ্যে আশান্তি তৈরি হবে, ইত্যাদি। আসলে রাজ্যে তানাশাহি রাজ চলছে, গণতন্ত্র প্রহসনে পরিণত হয়েছে। মানুষ জবাব দেবেন। তৃণমূল কংগ্রেস বলেছে, করোনার কারণে মহামারি আইন লাগু রয়েছে। পুলিশ সেই আইন কীভাবে প্রয়োগ করবে, তা তাদের বিষয়। তবে পূর্ব মেদিনীপুরে কোনও অস্তিত্ব নেই বিজেপির। তারপরেও ওখানে যাওয়ার অর্থই হলো উত্তেজনা তৈরি করা।

Previous articleবনগাঁ কাণ্ডে কাঠগড়ায় হাসপাতাল
Next articleবিরাট কোহলিকে গ্রেফতারের দাবিতে মামলা মাদ্রাজ হাই কোর্টে