Saturday, January 24, 2026

জলের স্রোতে ভেসে গিয়েছে অ্যাপ্রোচ রোড, সাতটি অঞ্চল থেকে  বিচ্ছিন্ন রায়গঞ্জ

Date:

Share post:

রায়গঞ্জ মহারাজাহাটে কাঞ্চন নদীর ওপর তৈরি অ্যাপ্রোচ রোডটি বৃহস্পতিবার জলের স্রোতে ভেসে গিয়েছে । ফলে নদীর ওপারে রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের নিয়ে যাওয়া যাচ্ছে না। গর্ভবতী মহিলাদের প্রায় ২২ কিমি ঘুরে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হচ্ছে। অভিযোগ, এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি কেউই নৌকা বা বাঁশের সাঁকোর ব্যবস্থা করেনি।ফলে সাতটি অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রায়গঞ্জের।
স্বাস্থ্য কেন্দ্র, সাপ্তাহিক হাট, পোস্ট অফিস, হাই স্কুল সহ সব কিছুই নদীর ওপারে হওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা ।
মহারাজাহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তম চট্টোপাধ্যায় জানিয়েছেন , বাংলাদেশের জল নদীতে চলে আসায় অ্যাপ্রোচ রোডটি ভেঙ্গে পড়েছে। সাতটি অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।বাঁশের সেতু বা নৌকা কোনও ব্যবস্থাই করা হয়নি।ফলে ২২ থেকে ২৫ কিমি ঘুরে স্বাস্থ্যকেন্দ্রে আসতে হচ্ছে গর্ভবতী মহিলাদের।
উল্লেখ্য, ৬ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যায়ে মহারাজাহাটে কাঞ্চনদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু করে রায়গঞ্জের একটি নির্মাণকারী সংস্থা। কিন্ত দেড় বছর হয়ে গেলেও নির্মাণকাজ আজও শুরু করতে পারেনি তারা। অথচ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা ছিল।
গ্রামবাসীর অভিযোগ, আধিকারিকেরা প্রায় এসে কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়ে গেলেও কাজ শুরু হয়নি। অ্যাপ্রোচ রোডটি ঠিকমতো তৈরি না হওয়ায় ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষ চলাচল করছিলেন । ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি সেতুর কাজ শুরু হলেও কয়েক মাস পরেই তা বন্ধ হয়ে যায়।
অথচ পূর্ত দফতর সেতু নির্মাণের জন্য ৬ কোটি ৮৪ লক্ষ ১৯ হাজার টাকা বরাদ্দ করে দেড় বছর আগে।
রামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অমল সরকার জানিয়েছেন, আপাতত নৌকা দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হবে।

spot_img

Related articles

আবর্জনার স্তূপে উদ্ধার নবজাতকের দেহ! চাঞ্চল্য নিউটাউনে

সাতসকালে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার নবজাতকের (Newborn) দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে নিউটাউনের (New Town) চণ্ডীবেড়িয়ায়। চায়ের দোকানে চা...

কর্মী নেই! ১৫ বছর পর মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট 

কর্মী শূন্যতায় ভুগতে থাকা মেট্রোরেলে (Kolkata Metro) টিকিট কাউন্টার কমছে। ফলে ১৫ বছর পর কলকাতা মেট্রোরেলে ফিরছে রিটার্ন...

প্রাক্তনের সঙ্গে মাঠে আঙুল তুলে কথা ভারতীয় অলরাউন্ডারের, কার্তিক-হার্দিক বাদানুবাদের ভিডিও প্রকাশ্যে

রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঈশান (Ishan Kishan) ঝড় আর সূর্য (Surya Kumar) সুনামিতে পর্যুদস্ত নিউজিল্যান্ড। শুক্রবার রাত থেকে...

পারদ চড়ছে, ইরানের উপকূলের দিকে এগোচ্ছে মার্কিন নৌবহর

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ছে। ইরানের উপকূলের দিকে এগোচ্ছে মার্কিন (America) নৌবহর। ট্রাম্পের এই ঘোষণার পরেই নতুন করে পরিস্থিতি...